India vs New Zealand 1st ODI: ভারতীয় শিবিরে ধাক্কা ! চোট পেয়ে ছিটকে গেলেন পন্থ, পরিবর্তন হিসেবে দলে জুরেল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৩০: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজে চোটের কারণে রিশভ পন্থ ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে দলে ডাক পেয়েছেন ধ্রুব জুরেল। বরোদার ভাদোদরায় প্রথম ওডিআইয়ের আগেই এই ধাক্কা ভারতীয় শিবিরের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াল।
নেট সেশনে ব্যাটিং অনুশীলনের সময় একটি বল ডান দিকের পাঁজরে আঘাত করলে তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়েন পন্থ। আঘাতের পর তিনি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েন এবং দ্রুত সাপোর্ট স্টাফরা তাঁকে নেট থেকে সরিয়ে নেন। পরে স্ক্যান ও মেডিক্যাল পরীক্ষায় ধরা পড়ে, তাঁর ডান পাশের রিব কেজে চোট লেগেছে এবং ‘সাইড স্ট্রেন’-এর কারণে পুরো ওডিআই সিরিজ থেকেই ছিটকে যেতে হচ্ছে তাঁকে।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আপাতত কয়েকদিন বিশ্রামে থাকবেন পন্থ। এরপর বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে রিপোর্ট করে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন তিনি। উল্লেখযোগ্যভাবে, এই সিরিজের আগে দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে ভালো ছন্দেই ছিলেন পন্থ। সার্ভিসেস ও রেলওয়েজের বিরুদ্ধে দুটি অর্ধশতরানের সুবাদে দিল্লিকে নকআউট পর্বে পৌঁছে দেন তিনি।
এদিকে, পন্থের জায়গায় সুযোগ পাওয়া ধ্রুব জুরেল বর্তমানে উত্তরপ্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। সেই পারফরম্যান্সের জোরেই জাতীয় দলে তাঁর ডাক। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, জুরেল ইতিমধ্যেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হচ্ছে ১২ জানুয়ারি, ভাদোদরার বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এটি হবে এই ভেন্যুর প্রথম পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৪ জানুয়ারি রাজকোটে এবং তৃতীয় ও শেষ ওডিআই ১৮ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে।