INDvsPAK: ভিলেন বৃষ্টি, বাতিল ভারত-পাকিস্তানের ম্যাচ

ম্যাচের শুরুতেই দুই উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়েছে ভারত। রোহিত শর্মা (১১), বিরাট কোহলি (৪) এবং শ্রেয়স আয়ার (১৪) আউট। 

September 2, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছিল। সকাল থেকেই আকাশ মেঘলা। হোলও তাই। এই পরিস্থিতিতে টসে জিতলে যে কোনও অধিনায়ক আগে বল করার কথা ভাবেন। রান তাড়া করার ক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস নিয়মে সুবিধা হয়। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক জানিয়েছেন, নিজেদের চ্যালেঞ্জ করতে চান তাঁরা। কিন্তু শুরুতেই পাকিস্তানের বোলারদের কাছে পরাস্ত হতে শুরু করেন ভারতের তারকা বেটাররা।

পঞ্চম এবং সপ্তম ওভারে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এরপর শ্রেয়স আইয়ার মাঠে নেমে হাল ধরার চেষ্টা করলেও লাভের লাভ হয়নি। ১০ ওভারের মাথায় হ্যারিস রউফের বলে আউট হন তিনিও। ১৪.১ ওভারে হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে শট খেলার চেষ্টা করেন গিল। বল ব্যাটের ভিতরের কানায় লেগে স্টাম্প ভেঙে দেয়। ১টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন শুভমন। ভারত ৬৬ রানে ৪ উইকেট হারায়।

ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। হ্যারিস ৪ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। প্রথম চার ব্যাটার আউট হওয়ার পর রান রেট ঠিক রাখার দায়িত্ব পালন করছেন ঈশান কিশন। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষান। এই নিয়ে টানা ৪টি ওয়ান ডে ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন ইশান। ওয়েস্ট ইন্ডিজ সফরের ৩টি ওয়ান ডে ম্যাচে ওপেন করতে নেমে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকান তিনি। এশিয়া কাপের এই ম্যাচে ৫ নম্বরে ব্যাট করতে নেমে ৫০ টপকে যান তিনি।

আফ্রিদি ৬ ওভারে ২টি মেডেন-সহ ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ৬২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি ৪ উইকেট,  নাসিম শাহ ও হারিস রউফ যথাক্রমে ৩টি করে উইকেট নেন।

UPDATE:

  • মাত্র ৪.২ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যায়।
  • ১১.২ ওভারে ৫১ রান তুলেছে টিম ইন্ডিয়া।
  • ২৪ ওভারে ভারতের রান ১২২/৪
  • ২৮ ওভারে ভারতের স্কোর ১৪০/৪
  • ৩০ ওভারে ভারতের রান ১৪৯/৪
  • ৩৫ ওভার শেষে ভারতের রান ১৮৫/৪
  • ৩৭ ওভারে ৮১ বলে ৮২ রান করে আউট হন ঈশান কিশান।
  • ৪০ ওভারে ভারতের স্কোর ২২৫/৫
  • ৪৩ ওভার শেষে আউট হলেন হার্দিক পান্ডিয়া। তিনি ৯০ বলে ৮৭ রান করেন।
  • ৪৪ ওভারে আউট রবীন্দ্র জাডেজা। ২২ বলে ১৪ রান করেন তিনি।
  • ৪৪.১ ওভারে আউট শার্দূল ঠাকুর। ৩ বলে ৩ রান করেন এই ভারতীয় ব্যাটার।
  • ৪৬ ওভার শেষে ভারতের স্কোর ২৫২/৮
  • ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ২৬১/৮
  • ৪৮.২ ওভারে আউট কুলদীপ যাদব। ১৩ বলে ৪ রান করেছেন তিনি।
  • ৪৮.৫ ওভারে ভারতের শেষ উইকেটেরও পতন হল। আউট হলেন বুমরাহ। ১৪ বলে ১৬ রান করেন তিনি।
  • বৃষ্টির কারণে পাকিস্তান এখনও ব্যাট করতে নামতে পারেনি। খেলা শুরু হলেও ওভার কমবে।

বৃষ্টি এখনও চলছে। পুরো মাঠ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রথমে ব্যাট করে ভারত পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দেয়।  প্রথম ইনিংসের পর আর ম্যাচ শুরু করা গেল না। বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এতে দু’দলই একটি পয়েন্ট পেয়ে যাবে এবং পাকিস্তান সুপার ৪ এ উঠে গেল ।


TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen