বৃষ্টিবিঘ্নিত ফাইনাল T20 ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারাল ক্যারিবিয়ানরা

কিং-এর ঝোড়ো ৮৫ রানে ভর করে ২ ওভার বাকি থাকতেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

August 14, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: AP

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্যাটিং বিপর্যয় কাঁটা হয়ে দাঁড়াল হার্দিকদের। পঞ্চম তথা ফাইনাল টি২০ ম্যাচে ভারতীয় দলকে ৮ উইকেটে উড়িয়ে দিল ক্যারিবিয়ানরা।

ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে একা লড়লেন সূর্যকুমার যাদব (৬১)। ৪টি চার ও ৩টি ছক্কা সহযোগে বলে রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি। বাকিরা রান করেন যথাক্রমে তিলক (২৭), হার্দিক (১৪), আর্শদীপ (৮), কুলদীপ (০), শুভমন (৯), যশস্বী (৫), সঞ্জু স্যামসন(১৩), অক্ষর (১৩)। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে হার্দিক পাণ্ডিয়ার টিম ইন্ডিয়া।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের মেয়ার্স (১০) শুরুতেই আর্শদীপের বলে আউট হয়ে যান। পুরান এবং কিং জুটির দাপটে ভারতের হাতের বাইরে চলে যায় খেলা। যদিও ৭ ওভার বাকি থাকতে বাধ সেধেছিল বৃষ্টি। কিন্তু খেলা ফের শুরু হতেই তিলকের বলে হার্দিকের হাতে ক্যাচে ধরা দেন পুরান(৪৭)। হোপ করেন ২২ রান। কিং-এর ঝোড়ো ৮৫ রানে ভর করে ২ ওভার বাকি থাকতেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen