Independence Day: আজ থেকে শুরু নাকা চেকিং, শুক্রবার শহরে মোতায়েন থাকবে পাঁচ হাজার পুলিশকর্মী

ডিসি থেকে শুরু করে জয়েন্ট সিপি, বিভিন্ন পদমর্যাদার আধিকারিককেও রাখা হবে নিরাপত্তার দায়িত্ব। আগের দিন রাত অর্থাৎ আজ থেকে শুরু হবে নাকা চেকিং।

August 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৫: আগামীকাল ৭৯তম স্বাধীনতা দিবস (Independence Day), সেই উপলক্ষে কলকাতায় বাড়তি নজরদারির ব্যবস্থা করছে পুলিশ। স্বাধীনতা দিবস উপলক্ষে শহরে পাঁচ হাজার পুলিশকর্মী মোতায়েত থাকবেন। ডিসি থেকে শুরু করে জয়েন্ট সিপি, বিভিন্ন পদমর্যাদার আধিকারিককেও রাখা হবে নিরাপত্তার দায়িত্ব। আগের দিন রাত অর্থাৎ আজ থেকে শুরু হবে নাকা চেকিং। শহরের বিভিন্ন প্রান্তে ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি।

প্রতি বছরের মতো এ বছরও স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে অনুষ্ঠান হবে। জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ রেড রোডের কুচকাওয়াজে যোগ দেয়। রেড রোডকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার বন্দোবস্ত করা হয়েছে। শহরের বাকি অংশেও থাকবে বাড়তি নজরদারি এবং নিরাপত্তা।

শহরের রাস্তায় পাঁচ হাজার পুলিশের পাশাপাশি জয়েন্ট সিপি পদমর্যাদার পাঁচ জন, ডিসি পদমর্যাদার ২০ জন এবং এসি পদমর্যাদার ৪৫ জনকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। রেড রোডকে কয়েকটি জোনে ভাগ করেছে পুলিশ। বিভিন্ন জোনে আলাদা করে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকেই নাকা চেকিংয়ে শুরু হবে। শহরের বিভিন্ন হোটেলে নাকা চেকিং হবে। সন্দেহজনক কাউকে দেখা গেলেই পদক্ষেপ করা হবে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন মেট্রো স্টেশন ও শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বাড়তি নজরদারি থাকবে। কোথাও কোনও সমস্যা হলে যাতে দ্রুত সমাধান করা যায়, তার জন্য কুইক রেসপন্স টিমও (QRT) মোতায়েন করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen