বুধে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক? ‘কোয়ালিশন’ অস্ত্রে শান দিতে ফের তৎপরতা

ইন্ডিয়া’ জোটের আগামী বৈঠক বসবে ৬ ডিসেম্বর।

December 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বুধে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চার রাজ্যের মধ্যে তিনটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি; ফলাফলের প্রবণতা সামনে আসতেই দ্রুত জোট রাজনীতির অস্ত্রে শান দেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। ‘ইন্ডিয়া’ জোটের পরবর্তী বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ‘ইন্ডিয়া’ জোটের আগামী বৈঠক বসবে ৬ ডিসেম্বর। বিরোধী দলগুলিকে ইতিমধ্যে ফোন করছেন কংগ্রেস সভাপতি। বৈঠকে হাজির থাকার জন্য তৃণমূল কংগ্রেস, ডিএমকে-সহ একাধিক বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে খবর।

‘ইন্ডিয়া’ জোট কোন পদ্ধতিতে লোকসভায় লড়াই করবে, তার রূপরেখা ঠিক করতেই বসছে বসবে। মুম্বইতে বসেছিল ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক। তারপর তিনমাস আর ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক হয়নি। উল্লেখ্য, ‘ইন্ডিয়া’ জোটের প্রথম বৈঠক বসেছিল পাটনাতে। দ্বিতীয় বৈঠকটি বেঙ্গালুরুতে হয়। তৃতীয় বৈঠক হয়েছিল মুম্বইতে। শরদ কন্যা তথা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে জানিয়েছিলেন, চতুর্থ বৈঠক বসবে দিল্লিতে। সেই মতো ডাকা হল বৈঠক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen