#BREAKING সংসদে ধর্মেন্দ্র প্রধানের শপথের মাঝে স্লোগান INDIA জোটের, বিক্ষোভ সংসদ চত্বরেও  

এদিন বিক্ষোভ কর্মসূচিতে INDIA সাংসদরা দাবি করলেন, তারা সংবিধানকে বাঁচানোর লড়াই করছেন। নতুন সরকার একাধিক বিষয়ে ইতিমধ্যেই পক্ষপাত দেখিয়েছে বলে অভিযোগ তোলা হলো। তা রুখতেই প্রথম দিন থেকে সক্রিয় হয়ে এই প্রতিবাদ শুরু।

June 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার, ১৮ তম সংসদ অধিবেশনের প্রথম দিন ছিল নতুন সাংসদদের শপথের দিন। এদিনই সংসদ ভবনে প্রতিবাদের ঝড় তুললেন বিরোধীরা। সংসদের বাইরে সংবিধানের কপি হাতে বিক্ষোভে শামিল হলেন বিরোধী দলের নবনির্বাচিত INDIA জোটের সাংসদরা।। এদিন বিক্ষোভে সোচ্চার হলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, নবনির্বাচিত বাপি হালদাররা।

এদিন বিক্ষোভ কর্মসূচিতে INDIA সাংসদরা দাবি করলেন, তারা সংবিধানকে বাঁচানোর লড়াই করছেন। নতুন সরকার একাধিক বিষয়ে ইতিমধ্যেই পক্ষপাত দেখিয়েছে বলে অভিযোগ তোলা হলো। তা রুখতেই প্রথম দিন থেকে সক্রিয় হয়ে এই প্রতিবাদ শুরু।

এদিন শপথ চলাকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উদ্দেশ্যেও ভেসে এলো বিরোধীদের প্রতিবাদী স্লোগান। দেখুন ভিডিও

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen