ক্রিকেটের পর এবার কবাডি, একমাসে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

November 24, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.১০: ক্রিকেটের পর এ বার কবাডি, বিশ্ব মঞ্চে ফের দাপট ভারতের মেয়েদের। ২৫ দিনের ব্যবধানে ভারতের দুই মহিলা দল ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে। এ বার বাংলাদেশের ঢাকায় মেয়েদের কবাডি বিশ্বকাপ (Kabaddi World Cup) জিতল ভারতের মহিলা দল। ফাইনালে চাইনিজ তাইপেইকে ৩৫-২৮ ব্যবধানে পরাস্ত করল। এই নিয়ে পরপর দু’বার কবাডি বিশ্বকাপ জিতল ভারতের মহিলা দল (Indian women’s team)।

বিশ্বকাপে ভারত ভালো ছন্দে ছিল। গ্রুপস্তরের প্রতিটা ম্যাচ জিতে সেমি ফাইনালে প্রবেশ করে। সেখানে তারা ইরানকে ৩৩-২১ এ পরাস্ত করে ফাইনালে প্রবেশ করে। অন্যদিকে চাইনিজ তাইপেই পুরো বিশ্বকাপেই ভালো ছন্দে ছিল। আর তারা ছিল অন্যতম শক্তিশালী দল। চাইনিজ তাইপেই বাংলাদেশকে (Bangladesh) ২৫-১৮ তে হারিয়ে ফাইনালে জায়গা করে। এ বার ফাইনালে সেই শক্তিশালী চাইনিজ তাইপেইকে হারাল ভারত (India)।

ভারতের এই জয়ের ফলে প্রো কবাডি লিগে হরিয়ানা স্টিলার্স দলের কোচ মনুপ্রীত সিং বলেন, ‘মহিলাদের দল দুর্দান্ত পারফরম্যন্স করেছে। গোটা দেশ গর্বিত। নিজেদের উপর ভরসা ও টিম ওয়ার্ক দারুণ ছিল। প্রাক্তন প্লেয়ার হিসেবে আমি জানি ফাইনালে ওঠা কতটা কঠিন। প্লেয়ার ও স্টাফদের অনেক অভিনন্দন।’

পুনেরি পল্টনের কোচ অজয় ঠাকুর বলেন, ‘ভারতের কাছে গর্বের মুহূর্ত কারণ ঢাকায় গিয়ে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। বিশ্বকাপে তাদের অপরাজিত দৌড় এবং বিশ্বকাপ জয় প্রমাণ করল গত কয়েক বছরে ভারতের কবাডি কতটা উন্নতি করেছে। পাশাপাশি বিশ্বমঞ্চে কবাডির গুরুত্ব কতটা বেড়েছে এটা সেটারও একটা প্রমাণ। আশা করছি এই ফল ফের দেখতে পাব।’ এ বার মেয়েদের কবাডি বিশ্বকাপে মোট ১১টা দল অংশগ্রহণ করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen