এশিয়া কাপ হকিতে জাপানকে হারিয়ে ব্রোঞ্জ ভারতের

জাকার্তার জিবিকে স্পোর্টস কমপ্লেক্স হকি স্টেডিয়ামে রাজকুমার পালের করা গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ভারতীয় দল।

June 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: The Hindu

এশিয়া কাপ হকিতে জাপানকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত। জাকার্তার জিবিকে স্পোর্টস কমপ্লেক্স হকি স্টেডিয়ামে রাজকুমার পালের করা গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ভারতীয় দল। সেই গোল আর শোধ করতে পারেনি জাপান। শত চেষ্টা করেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় জপান। ম্যাচের শেষ পর্যায়ে গোল করার সুযোগ পেলেও ব্যর্থ হন ভারতীয় খেলোয়াড় এসভি সুনীল। এদিন গ্রিন কার্ড দেখেন ভারতের পবন রাজভার।

মঙ্গলবারই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র করায় ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু সেই হতাসা দূর করে বুধবার জাপানের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে নতুন উদ্যোমে ঝাপিয়ে পড়ে ভারতীয় খেলোয়াড়রা। এই জাপান দলের কাছেই গ্রুপ পর্যায়ে ৫-২ ফলে হেরে গিয়েছিল ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen