আবেশ-চহালের বিধ্বংসী বোলিংয়ে ৮২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতা আনল ভারত

কুড়ি ওভারে ১৭০ রান তোলার টার্গেট নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।

June 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আবেশ-চহালের বিধ্বংসী বোলিংয়ের সামনে আবার নতজানু হল দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ১৬.৫ ওভারে ৮৭ রানে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে গেল। ভারত ম্যাচ জিতল ৮২ রানে। রাজকোটে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে আজকে ভারতের সামনে ছিল সিরিজ বাঁচাবার লড়াই। সিরিজে ২-১-এর ব্যবধানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। ঠিক সময়ে ভালো পারফর্মেন্স দেখায় ভারতীয় বোলাররা। বেঙ্গালুরুতে পঞ্চম ম্যাচের আগে ৪ তো ম্যাচে ফলাফল দাঁড়ালো ২-২।

কুড়ি ওভারে ১৭০ রান তোলার টার্গেট নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ৮ রানের মাথায় কনুইয়ে চোট পান অধিনায়ক বাভুমা। তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। এর পর যজুবেন্দ্র চহাল এবং আবেশ খানের বিধ্বংসী বোলিংয়ে শিরদাঁড়া ভেঙে যায় প্রোটিয়াদের। চহাল ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। আবেশ ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৪টি উইকেট।

আজ টসে আবার জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। বেশি রান করতে ব্যর্থ হন ঋতুরাজ এবং শ্রেয়স। ব্যর্থ হন অধিনায়ক ঋষভ পন্থও। ভারতকে মোটামুটি ভদ্রস্থ রানের দিকে নিয়ে যান হার্দিক (৪৬) এবং দিনেশ কার্তিক (৫৫)। ঈশান কিষণ হরেন ২৭ রান। ১৬৯/৬ রানে শেষ হয় ভারতের ইনিংস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen