নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ়ের প্রথম ম্যাচে নামবে ভারত, ফলতায় সেবাশ্রয় শিবির পরিদর্শনে অভিষেক, ইরানে প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ

January 11, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.২০: রবিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ়ের প্রথম ম্যাচে নামবে ভারত। জাতীয় দলের জার্সিতে ফের খেলতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। চোট সারিয়ে ফিরছেন শুবমান গিল ও শ্রেয়স আইয়ার। ফোকাসে থাকবেন তাঁরাও। ভদোদরায় হবে এই ম্যাচ। ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু খেলা।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ফলতায় সেবাশ্রয় শিবির পরিদর্শনে যাবেন। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় চলা স্বাস্থ্য শিবির থেকে ২ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন বলে দাবি উদ্যোক্তাদের। জানুয়ারি মাস ধরে চলবে এই শিবির।

তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের দফতরেও তল্লাশি চালিয়েছে ইডি। ওই ঘটনায় কলকাতায় শেক্সপিয়র সরণি এবং সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় পৃথক ভাবে অভিযোগ দায়ের করেছিলেন। অন্য দিকে, ইডির তরফেও দিল্লিতে প্রবর্তন ভবনের অফিসে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। নজর থাকবে এই খবরের দিকে।

ইরানের বিভিন্ন এলাকায় প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। বিক্ষোভ চলাকালীন ৭২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যেই বিক্ষোভকারীদের ইরানের আইন অনুসারে মৃত্যুদণ্ড দেওয়া হবেও জানিয়েছেন সে দেশের অ্যাটর্নি জেনারেল। সারাদিন নজরে থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen