গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ৯০৬২ জন, মৃত্যু ৩৬ জনের
একদিনে করোনায় মৃত ৩৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ১৩৪ জন।

স্বস্তি দিয়ে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ১০ হাজারের নিচে। কিছুটা কমল অ্যাকটিভ কেসের হারও।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬২ জন। পজিটিভিটি রেট ২.৪৯ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.২৪ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৫৮ জন। একদিনে করোনায় মৃত ৩৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ১৩৪ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৫৪ হাজার ৬৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২২০ জন। সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ।