সিঙ্গাপুরের বিপক্ষে আজ ‘ডু অর ডাই’ ম্যাচ, যোগ্যতা অর্জনের আশা বাঁচাতে মরিয়া ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১১: ফাতোর্দার জহরলাল নেহরু স্টেডিয়ামে আজ এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়কের সামনে দাঁড়িয়ে খালিদ জামিলের দল, যেখানে ভুলের কোনো জায়গা নেই। তিন ম্যাচে একটি জয়ও নেই ভারতের ঝুলিতে, সিঙ্গাপুরের বিরুদ্ধে শেষ মুহূর্তে পাওয়া এক পয়েন্টই এখন আশার আলো।
দলের বর্তমান পরিস্থিতিতে জয় ছাড়া বিকল্প নেই। তবে সেটি পেতে হলে কোচ জামিলকে নিজের পরিচিত রক্ষণাত্মক খেলার ধারা থেকে বেরিয়ে আসতেই হবে। এতদিন ভারত বল দখলে না রেখে মূলত রক্ষণে ভরসা করেছে, আক্রমণে ভরসা ছিল কেবল লং থ্রো আর সেট পিসে। সিঙ্গাপুর আগের ম্যাচে সেটাও আটকে দেয়, ফলে গোলমুখে তেমন সুযোগই তৈরি হয়নি। এখন ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে— এমন ইঙ্গিতই দিয়েছেন জামিল, “এই ম্যাচে আমাদের প্রথম মিনিট থেকেই আক্রমণ করতে হবে,” বলেন তিনি।
এই ম্যাচে ভারতের মাঝমাঠে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। ম্যাকারটন নিকসন ও নিখিল প্রভু আগের ম্যাচে কার্যত সিঙ্গাপুরের শাহ শাহিরান, কিওগা নাকামুরা ও হারহিস স্টুয়ার্টের কাছে হার মেনেছিলেন। তাই মোহনবাগানের লালেংমাওইয়া রালতের দলে ফেরা অনেকটাই আশার আলো। ৪-২-৩-১ ফরমেশনেঅপুইয়ার পাসিং ও বল ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা সিঙ্গাপুরের হাই লাইন ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
অন্যদিকে, সিঙ্গাপুর কোচ গ্যাভিন লি স্পষ্ট বলে দিয়েছেন, তাঁর দল আবারও আক্রমণাত্মক খেলবে। আগের ম্যাচে গোলকিপার জর্ডান ইমাভিউয়ের বড় ভুলের কারণে জয় হাতছাড়া হলেও তারা মানসিকভাবে তৈরি। ভারতের বাম দিক দিয়েই সিঙ্গাপুর বেশ কিছু সুযোগ তৈরি করেছিল যেখানে মহম্মদ উভাইসের ভুলে প্রথম গোল খেতে হয়।
সন্দেশ ঝিঙ্গানের অনুপস্থিতিতে অভিজ্ঞ সুভাশিষ বোসকে ডিফেন্সে আনা হতে পারে। কোচ জামিল জানেন, এখন আর রক্ষণে ছোটখাটো ভুলের সুযোগ নেই। যোগ্যতা অর্জনের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে তাই মরিয়া ভারত চাইবে আজই নিজেদের ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে।
এশিয়ান কাপে জায়গা করে নিতে গেলে আজকের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই।