সিরিয়ার কাছেও হার! AFC এশিয়ান কাপ থেকে বিদায় সুনীলদের
দ্বিতীয়ার্থে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় সিরিয়া।
January 23, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এএফসি এশিয়ান কাপ থেকে ভারতের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল। লাগাতার হার, অস্ট্রেলিয়া, উজরবেকিস্তানের পর সিরিয়ার কাছেও পরাজিত হল ভারত। কাতারের আল বায়াত স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ভারত ও সিরিয়া। একেবারে প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলছিল সিরিয়া। গুরপ্রীত বারবার রুখে দাঁড়াচ্ছিলেন গোলের মুখে। প্রথমার্ধে শেষ হয় গোল শূন্য ভাবেই।
দ্বিতীয়ার্থে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় সিরিয়া। ম্যাচের ৭৬ মিনিটে একমাত্র গোলটি করেন ওমর। ভারত আর খেলায় ফিরতে পারেনি। ১-০ হেরে টুর্নামেন্টের দৌড় থেকে বেরিয়ে গেলেন সুনীলরা। অন্যদিকে, এশিয়ান কাপের শেষ ষোলোয় পৌঁছে গেল সিরিয়া।