১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত, তিন দিনেই ম্যাচ জিতে নিল কিউয়িরা

প্রথম টেস্টে বেঙ্গালুরুতে হেরেছিল তারা। একটি ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

October 26, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
পুণে টেস্টের মাঝে হতাশ অধিনায়ক রোহিত শর্মা। ছবি: পিটিআই।

দ্বিতীয় ইনিংস:
নিউজিল্যান্ড: ২৫৫ (লেথাম ৮৬, ওয়াশিংটন ৫৬/৪)
ভারত: ২৪৫ (যশস্বী ৭৭, স্যান্টনার ১০৪/৬)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লজ্জার হার। দেশের মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত। ১২ বছর পর ঘরের মাঠে হারল তারা। শনিবার পুণেতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারত হারল ১১৩ রানে। প্রথম টেস্টে বেঙ্গালুরুতে হেরেছিল তারা। একটি ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল। মাত্র তিন দিনের মধ্যে এই টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল। বাংলাদেশের বিরুদ্ধে যে টিম ইন্ডিয়া জিতে লাফালাফি করছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারাই ভিজে বেড়াল হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং ব্যর্থতা আরও একবার দুঃস্বপ্ন ডেকে আনল।

সিরিজ শুরুর আগে ‘গুরু’ গম্ভীর বলেছিলেন, তাঁর টিম প্রয়োজনে ১০০ রানে অল আউট হতেও তৈরি, আবার একদিনে ৪০০-ও করতে পারে। বিরাট-রোহিতরা বোধহয় প্রথম বাণীটুকুই শুনেছিলেন। বেঙ্গালুরুতে প্রথম টেস্টের প্রথম ইনিংস থেমে গিয়েছিল মাত্র ৪৬ রানে। পুণে টেস্টে প্রথম ইনিংসে ভারত করেছিল ১৫৬ রান। দ্বিতীয় ইনিংসে থামল ২৪৫ রানে। প্রতিবার যে প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার পর টেল এন্ডাররা ম্যাচ বাঁচাবেন কিংবা বোলাররা ২০ উইকেট তুলে টেস্ট জেতাবেন, তা নাও হতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর কি সেটা নিয়ে সচেতন হবে গম্ভীর বাহিনী?

দ্বিতীয় টেস্ট ম্য়াচে নিউজিল্যান্ড ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে ২৫৯ রানে তারা অলআউট হয়ে যায়। একাই সাত উইকেট শিকার করেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু, ভারত যে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়বে, সেটা কেউ কল্পনা করতে পারেনি।

প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৫৬ রানে অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ৭ উইকেট শিকার করেন। রোহিত, বিরাট, ঋষভ কেউই বড় রান করতে পারেননি। এরপর দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২৫৫ রান তোলে। এরপর টিম ইন্ডিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষপর্যন্ত সিরিজ হাতছাড়া করে তাদের মান খোয়াতে হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen