মোদী সরকারের উদাসীনতায় তাজিকিস্তানের বিমানঘাঁটি হারালো ভারত

November 2, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৩০: তাজিকিস্তানের কৌশলগত গুরুত্বসম্পন্ন আয়নি বিমানঘাঁটি (Ayni Airbase) থেকে সম্পূর্ণভাবে উইথড্র করেছে ভারতীয় সেনা। আফগানিস্তানে প্রাক্তন নর্দার্ন অ্যালায়েন্সকে (Northern Alliance) সাহায্য করার সময় এই ঘাঁটিতেই প্রথমবার মোতায়েন করা হয়েছিল ভারতীয় সৈনিকদের। তবে দুই দেশের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা আর নতুন করে না হওয়ায় ভারতকে ঘাঁটি ছাড়তে হয়েছে।

দুশানবে শহরের প্রায় দশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বিমানঘাঁটি নিয়ে ভারত ও তাজিকিস্তানের মধ্যে হওয়া চুক্তিটি প্রায় চার বছর আগে শেষ হয়ে যায়। এরপর থেকে তা আর পুনর্নবীকরণ করা হয়নি। জানা যাচ্ছে, গত দু’দশকে ভারত প্রায় একশো মিলিয়ন ডলার ব্যয় করে সোভিয়েত আমলে নির্মিত এই বিমানঘাঁটিকে আধুনিক রূপ দিয়েছিল। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা ঘাঁটিটিতে যুদ্ধবিমান ও ভারী পরিবহন বিমানের উপযোগী করে রানওয়ে সম্প্রসারণ ও তাকে মজবুত করা, জ্বালানী জমানোর জায়গা, শক্তিশালী বিমানের ছাউনি এবং আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার নির্মাণ করা হয়েছিল।

কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারত সরকার সময়মতো কূটনৈতিক উদ্যোগ না নেওয়ায় এই ঘাঁটিতে ভারতের উপস্থিতি কার্যত শেষ হয়ে গেল। বিশেষজ্ঞদের মতে, এটি নরেন্দ্র মোদীর সরকারের বিদেশনীতি ও প্রতিরক্ষানীতির বড় ব্যর্থতা। মধ্য এশিয়ায় ভারতের প্রভাব বিস্তারের যে কৌশলগত পদক্ষেপ হিসেবে আয়নি ঘাঁটিকে দেখা হত, সেই সম্ভাবনাই এখন ভেস্তে গেল সরকারের উদাসীনতা ও কূটনৈতিক অদক্ষতার কারণে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen