নব্বই হাজারের গন্ডি পার দেশের দৈনিক করোনা সংক্রমণ
মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৬ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে ১৪৮.৬৭ কোটি টিকাকরণ হয়েছে।
January 6, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

একধাক্কায় দেশজুড়ে অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। মৃত্যু হয়েছে ৩২৫ জন রোগীর। তবে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেক কম। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন। এই মুহূর্তে দৈনিক আক্রান্তের হার ৬.৪৩ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৪০১ জন। এপর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ০৯ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৬ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে ১৪৮.৬৭ কোটি টিকাকরণ হয়েছে।