২-০-এ সিরিজ ভারতের, দিল্লি টেস্টে লড়ে মন জিতল ওয়েস্ট ইন্ডিজ

October 14, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১২: 

প্রথম ইনিংস

ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮

দ্বিতীয় ইনিংস
ওয়েস্ট ইন্ডিজ: ৩৯০ ফলো অন
ভারত: ১২৪/৩

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পঞ্চম দিনে দ্বিতীয় টেস্ট জিতলেন গিলরা। আহমেদাবাদে প্রথম টেস্টে আড়াই দিনে ম্যাচ শেষ করেছিলেন রাহুলরা। দ্বিতীয় টেস্টে ফলো অন খেয়ে ক্যাম্পবেল, হোপদের লড়াইয়ে ম্যাচ গড়াল পঞ্চম দিনে। ১২১ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৬৩। পঞ্চম তথা অন্তিম দিনে জিততে প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান। মঙ্গলবার আরও দুই উইকেট খুইয়ে সে রান তলে নেন রাহুলরা।

ভারত সিরিজ জিতবে নিশ্চিত ছিল। কিন্তু ক্যাম্পবেল-হোপদের লড়াই ম্যাচকে শেষ দিনে নিয়ে ফেলল। ওয়েস্ট ইন্ডিজ ভারতের চাপানো ফলো অন সামলে দেবে, ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাট করত নামাবে, রীতিমতো অপ্রত্যাশিত ছিল। ভারত ম্যাচ আর সিরিজ, দুইই জিতল, কিন্তু মন জিতল ক্যারিবিয়ানদের অদম্য লড়াই।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫১৮ রানের পাহাড় গড়েন শুভমন গিলরা। ২৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করতে নামান শুভমান। ২৭০ রানে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাম্পবেল ও শাই হোপ-জোড়া সেঞ্চুরিতে ইনিংস হার বাঁচিয়ে দেয় ক্যারিবিয়ানরা। ভারতকে ১২১ রানের টার্গেট দিয়ে ব্যাট করতে নামায় তাঁরা।

রান তাড়া করতে নেমেও তিন উইকেট খুইয়েছে ভারত। হাফসেঞ্চুরি করেন কেএল রাহুল। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক যশস্বী জয়সওয়াল, তিনি ২১৯ রান করেছেন। সবচেয়ে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, তাঁর ঝুলিতে গিয়েছে ১২ উইকেট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen