অবশেষে মিলল অনুমতি, বাংলা সহ সাত রাজ্যে দেওয়া হবে জাইকোভ-ডি

রাজ্যের স্বাস্থ্যদপ্তরের টিকাকরণ কর্মসূচির অন্যতম শীর্ষকর্তা ডাঃ অসীম দাস মালাকার বলেন, ‘কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল।

December 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রথম দফায় দেশের সাতটি রাজ্যে জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন জাইকোভ-ডি ব্যবহার শুরু হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পাঞ্জাব। একমাত্র জাইকোভ-ডি ভ্যাকসিনকেই ভারতের ওষুধ নিয়ামক সংস্থা ১২ বছর ও তার বেশ বয়সি শিশুদের উপর প্রয়োগের জন্য অনুমতি দিয়েছে। তবে এই সাত রাজ্যে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের উপরই এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলাকে। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের টিকাকরণ কর্মসূচির অন্যতম শীর্ষকর্তা ডাঃ অসীম দাস মালাকার বলেন, ‘কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তারা জানিয়েছে, মুর্শিদাবাদ জেলাকে চিহ্নিত করা হয়েছে। টিকাকরণ কর্মসূচির জন্য ১ লক্ষ জাইকোভ-ডি দেওয়া হবে।’

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রক এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, এখনও পর্যন্ত যাঁরা টিকার একটি ডোজও নেননি, সেই সব জেলাকে চিহ্নিত করে সেখানকার প্রাপকদের জাইকোভ-ডি ভ্যাকসিন দেওয়া হবে। দেশজুড়ে টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ তদারকি করছেন। কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর দস্তক’ কর্মসূচি ঠিকভাবে পালিত হচ্ছে কি না, সেটাই খতিয়ে দেখছেন ভূষণ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, জাইকোভ-ডি নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি সম্পূর্ণ হয়েছে। তারপরই প্রথম দফায় সাত রাজ্যে এই ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নিল কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen