জাদেজা-অশ্বিনের ভেল্কীতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-০ এগোলো ভারত

স্টিভ স্মিথ লড়ার চেষ্টা করলেও শেষ অবধি ম্যাচ বাঁচাতে পারেননি এবং ২৫ রানে অপরাজিত থাকেন। রবীন্দ্র জাডেজা এবং মহম্মদ শামি ২টি করে উইকেট পান।

February 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের স্পিন আক্রমণের সামনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল ৯১ রানে। প্যাট কামিন্সদের বিরুদ্ধে ইনিংস এবং ১৩২ রানে জিতল ভারত। ভারতের প্রথম ইনিংস ৪০০ রানে শেষ করে ২২৩ রানের লিড পায়। বিশাল বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এরপর রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের ভেল্কীবাজিতে পড়তে থাকে একের পর এক উইকেট। ভারতীয় স্পিনারদের সামনে কোনও অস্ট্রেলীয় ব্যাটারই দাঁড়াতে পারেনি। রবিচন্দ্রন অশ্বিন তুলে নেন ৫টি উইকেট। আউট করেন ওপেনার উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার, রেনশা, পিটার হ্যান্ডস্কম্ব এবং অ্যালেক্স ক্যারেকে। সেট হয়ে যাওয়া ব্যাটার মারনাস লাবুশানেকে ব্যাক্তিগত ১৭ রানের স্কোরে আউট করেন রবীন্দ্র জাডেজা। স্টিভ স্মিথ লড়ার চেষ্টা করলেও শেষ অবধি ম্যাচ বাঁচাতে পারেননি এবং ২৫ রানে অপরাজিত থাকেন। রবীন্দ্র জাডেজা এবং মহম্মদ শামি ২টি করে উইকেট পান।

রবীন্দ্র জাডেজা এই নাগপুর টেস্টে অর্ধশতরানের সঙ্গে ৫ উইকেট নিয়ে ভারতের হয়ে পাঁচবার এই ধরনের কীর্তির অধিকারী করে কপিল দেবের রেকর্ডও ভেঙে ফেলেন। একটি টেস্টে সর্বমোট চারবার ৫ উইকেট এবং অর্ধশতরান করার কীর্তি রয়েছে কপিল দেবের।

প্রথম ইনিংসে রবীন্দ্র জাডেজা মার্ফির বলে ৭০ রানে আউট হয়ে যান।ভারতের ইনিংস শেষ হয় ৪০০ রানে। ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। মহম্মদ শামি ব্যাট হাতে ৪৭ বলে করেন ৩৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে টড মার্ফি জীবনের প্রথম টেস্টে ১২৪ রানের বিনিময়ে তুলে নেন ৭ উইকেট। প্যাট কামিন্স নেন ২ উইকেট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen