বৃষ্টিতে বাতিল ভারত বনাম অস্ট্রেলিয়া ক্যানবেরার প্রথম টি-২০!

October 29, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১১: বৃষ্টিতে ভেসে গেল ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-২০! সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে ক্যানবেরায় মাঠে নেমেছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হলো ভারতের। ৯.৪ ওভার ব্যাট করেই থেমে গেল খেলা, শেষমেশ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হলেন আম্পায়াররা।

দিনের শুরুতেই ম্যাচের ভাগ্য যেন লেখা ছিল আকাশে। সকাল থেকেই ঘন মেঘে ঢাকা ছিল ক্যানবেরা, আর বৃষ্টি বারবার থাবা বসায় ম্যাচে। টস হেরে ব্যাট করতে নামে ভারত। এদিন একাদশে ছিলেন না রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর কিংবা অর্শদীপ সিংয়ের মতো নামী মুখ। বরফঠান্ডা পরিবেশে অজি বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই চাপে পড়ে ভারতীয় ব্যাটাররা।

এশিয়া কাপে নজর কাড়া অভিষেক শর্মা ব্যাট হাতে শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪ বলে ১৯ রান করে নাথান এলিসের বলে আউট হন তরুণ ওপেনার। এরপর নামেন সূর্যকুমার যাদব। গত কয়েক মাস ধরেই তাঁর ব্যাট নীরব ছিল, কিন্তু এদিন ‘ক্যাপ্টেন স্কাই’ নিজের পুরনো ছন্দ ফিরে পেলেন। ধীরে শুরু করলেও পরে আগ্রাসী মেজাজে খেলেন তিনি। ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থেকে আন্তর্জাতিক টি-২০-তে ১৫০টি ছক্কা মারার নজির গড়েন সূর্য।

তাঁর সঙ্গে তাল মিলিয়ে ব্যাট করছিলেন শুভমান গিল, যিনি ২০ বলে ৩৭ রান করেন। কিন্তু ৯.৪ ওভার পেরোতেই ফের নামে বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। পরিত্যক্ত হয় সিরিজের প্রথম ম্যাচ। ফলে ঘুরে দাঁড়ানোর লড়াই এখন দ্বিতীয় টি-২০তে, যেখানে জয়ের লক্ষ্যে নামবে সূর্যের ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen