আজ ইডেনে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, অজি সফরের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবে টিম ইন্ডিয়া?

আজ ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। গত আগস্ট থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমাররা অপরাজিত। শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা, টি-২০ বিশ্বকাপ জয়।

January 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। গত আগস্ট থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমাররা অপরাজিত। শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা, টি-২০ বিশ্বকাপ জয়। লাগাতার জয় এসেছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, তারপর অস্ট্রেলিয়ায় গিয়েও হার, ডব্লুটিসি ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ, ইত্যাদি কি কাটিয়ে উঠতে পারবে টিম ইন্ডিয়া?

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জয় দিয়ে অভিযান শুরুর জন্য প্র্যাকটিসের আগে কালীঘাটে ছুটেছিলেন গম্ভীর। ম্যাকালাম, ফিল সল্টরা ইডেন হাতের তালুর মতো চেনেন। বাটলার, সল্ট, লিভিংস্টোনের মতো ব্যাটসম্যান রয়েছেন। ম্যাচের আগেই প্রথম একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। ইডেনের পিচে স্পিনাররাদের বাড়তি সুবিধা পাওয়ার আশা নেই। কারণ, শিশির। বল গ্রিপ করতে সমস্যা হবে।

সামির কামব্যাক হতে পারে বুধবারের ইডেন। তাঁর সঙ্গী হতে পারেন অর্শদীপ। পেস অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার জায়গা পাকা। ওপেন করতে পারেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। সূর্য তিনে, চারে তিলক ভার্মার খেলতে পারেন। পাঁচে নামবেন রিঙ্কু সিং। সহ-অধিনায়ক হওয়ার সুবাদে অক্ষর প্যাটেলেরও আজ খেলা উচিত। নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দরকেও আজ খেলানো হতে পারে।
আজ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার হবে খেলার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen