সরকার গঠন নয়, আপাতত বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট

সরকার গঠন নয়। আপাতত বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট। বুধবার দু ঘণ্টার বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

June 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
আপাতত বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার রাতে দিল্লিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা নিজে না গেলেও অভিষেককে সেই বৈঠকে পাঠিয়েছেন। জোটের মোট ৩৩ নেতাকে নিয়ে এদিনের বৈঠক হয়।

এদিন রাহুল গান্ধী ঠিক খাড়গের উলটো দিকে বসেছেন। রাহুলের পাশে বসেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। অখিলেশ ছাড়া যে নেতা কঠিন লড়াইয়ে সরাসরি বিজেপিকে হারিয়েছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা দূরে বসেন। রাহুলের পরে আছেন আরও দু’জন। তারপর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর পাশে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

সরকার গঠন নয়। আপাতত বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট। বুধবার দু ঘণ্টার বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে তিনি সাফ জানিয়ে দিলেন, ফ্যাসিবাদী বিজেপিকে সরকারে দেখতে চায় না দেশবাসী। তাই আগামী দিনে যখন যেমন প্রয়োজন তখন সেরকম পদক্ষেপ করবে ইন্ডিয়া জোট।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন খাড়গে। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া সুলের মতো সদ্যনির্বাচিত সাংসদরা। শরিক দলের একাধিক নেতাও ছিলেন তাঁর সঙ্গে। সেখানে খাড়গে সাফ জানিয়ে দেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বিজেপির তীব্র বিরোধিতা করবে ইন্ডিয়া জোট। ফ্যাসিবাদী, পুঁজিবাদীদের বিরুদ্ধে মানুষের হয়ে লড়াই চালিয়ে যাওয়া হবে। তার জন্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপও করবে ইন্ডিয়া জোট। খাড়গের মতে, মানুষ চান না বিজেপি দেশ পরিচালনা করুক। সেই জনাদেশকে সম্মান করবে বিরোধী জোট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen