“দুই মাসের মধ্যে ভারত ক্ষমা চাইবে”, দাবি মার্কিন শীর্ষ আধিকারিকের

রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাওয়ায় ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য দ্বন্দ্ব আরও চড়ছে

September 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাওয়ায় ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য দ্বন্দ্ব আরও চড়ছে। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসনের চাপ সত্ত্বেও নয়াদিল্লি অবস্থান বদল না করায় ইতিমধ্যেই ভারতীয় আমদানির উপরে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসিয়েছে ওয়াশিংটন (Washington)। সর্বমোট ৫০ শতাংশ শুল্ক, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ বলে দাবি করছে আমেরিকা (America)।

এমন পরিস্থিতিতে সরাসরি ভারতকে নিশানা করলেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক (Howard Lutnick)। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২ মাসের মধ্যেই ক্ষমা চাইবে ভারত’।

লুটনিকের হুঁশিয়ারি আরও স্পষ্ট- “ভারত যদি আমেরিকাকে সমর্থন না করে, তাহলে নতুন করে আরও শুল্ক চাপানো হতে পারে। ভারত যদি রাশিয়ান তেল কেনা বন্ধ করতে না চায় এবং ব্রিকসের অংশ হিসেবেই থাকতে চায়, তাহলে তা তাদের সিদ্ধান্ত। কিন্তু তার খেসারত হিসেবে ৫০ শতাংশ শুল্ক গুনতে হবে। এবার দেখা যাক, এ অবস্থান তারা কত দিন ধরে রাখতে পারে।”

সম্প্রতি চিনে অনুষ্ঠিত এসসিও (SCO) শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) ঘনিষ্ঠতা নিয়েও অস্বস্তি প্রকাশ করেছেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের মতে, ভারত-রাশিয়া-চীনের কাছাকাছি আসা ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করছে। তবে ভারতের অবস্থান স্পষ্ট। নয়াদিল্লি মার্কিন শুল্ককে (US Tariff) “অযৌক্তিক” বলে অভিহিত করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen