LIVE IND Vs NZ: পাঁচ উইকেট হারিয়ে চাপে ভারত

January 11, 2026 | 2 min read
Published by: Raj
Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.০০: ভারতের নেতৃত্বে প্রথম ওয়ানডেতেই বড় সিদ্ধান্ত নিলেন শুবমান গিল। টস জিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। তিন স্পিনার ও তিন পেসার নিয়ে বোলিং-হেভি কম্বিনেশন সাজিয়েছে ভারত। দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, বিশ্রামে রাখা হয়েছে আরশদীপ সিংকে। পেস আক্রমণে রয়েছেন হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ। অন্যদিকে ব্ল্যাকক্যাপস শিবিরে আজ অভিষেক হতে চলেছে তরুণ লেগ-স্পিনার আদিত্য অশোক ও ক্রিস্টিয়ান ক্লার্কের। দুই দলের নতুন মুখ ও কৌশল ঘিরে জমজমাট হতে চলেছে সিরিজের প্রথম ম্যাচ। মুহূর্তে মুহূর্তে আপডেটের জন্য সঙ্গে থাকুন লাইভ ব্লগে।

২০:৪৮: আউট শ্রেয়স, অর্ধ শতরান হাতছাড়া।

২০:৩৮:  ৪০ ওভার শেষে ভারতের স্কোর ২৩৯/৪

১৯:৪২: অর্ধশতরানের পরেই আউট গিল

১৯:২৩ : বিরাটর অর্ধশতরান

১৮:৩৩ : কাইল জেমিসনের বলে মাইকেল ব্রেলওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট রোহিত (২৬)

১৮:২২: ৭ ওভারে ৩৫ ভারতের

১৭:৫৯ : ওপেন করতে নেমে সতর্ক শুভমন, চেনা মেজাজে রোহিত

১৭:২৫ : কনওয়ে, নিকোলস এবং মিচেলের অর্ধশতরানে ভর করে ৩০০ তুলে দিল নিউ জ়িল্যান্ড

 ১৬:৪৯ : ফোকসের ব্যাটে লেগে স্টাম্প ভেঙে গেল

১৬:৪৮ : বাউন্ডারি থেকে দৌড়ে আসা শ্রেয়সের ছোড়া থ্রোয়ে রান আউট ব্রেসওয়েল

১৬:১৯ : প্রসিদ্ধের দুরন্ত বলে ফিরলেন মিচেল হে

১৬:০৫: চতুর্থ উইকেটের পতন কুলদীপের বলে আউট হয়ে ফিরলেন ফিলিপ্স

১৫.৫০: ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ১৫৩-৩, মিচেল ১৬, ফিলিপ্স ৩

১৫.২০: আরও একটি উইকেট হর্ষিত রানার বলে আউট কনওয়ে

১৫.১০: প্রথম উইকেটের পতন, হর্ষিত রানার বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন হেনরি

১৪.২০: ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৪৯-০, হেনরি ২১, কনওয়ে ২৬

১৪.০০: ৫ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ১৭-০, হেনরি ৪, কনওয়ে ১২

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen