ভারতীয় টেনিসের কিংবদন্তি নরেশ কুমার প্রয়াত
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
September 14, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

চলে গেলেন ভারতীয় টেনিসের কিংবদন্তি নরেশ কুমার। আজ বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের ডেভিস কাপ দলের প্রাক্তন অধিনায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
১৯৫২ সাল থেকে একটানা আট বছর ডেভিস কাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন এই খেলোয়াড়। অধিনায়কত্বের দায়িত্বও সামলেছিলেন এই তারকা। ১৯৫২ সালে ওয়েলশ চ্যাম্পিয়নশিপ খেতাব জয় তার জীবনের অন্যতম সেরা কৃতিত্ব। ওই বছরই আইরিশ চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। ১৯৫৩, ১৯৫৫ এবং ১৯৫৮ সালে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল খেলেছেন। খেলোয়াড় জীবনে ১৯৫৭ সালে ইংল্যান্ড এসেক্স চ্যাম্পিয়নশিপ এবং ১৯৫৮ সালে সুইজারল্যান্ড ওয়েঙ্গেন ওপেন জয় করেছিলেন নরেশ কুমার।