উদ্বেগ বাড়িয়ে ক্রমবর্ধমান দেশের কোভিড গ্রাফ, আশঙ্কা মহারাষ্ট্রকে নিয়ে

চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আতঙ্কে দেশবাসী

June 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
উদ্বেগ বাড়িয়ে মহারাষ্ট্রে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফাইল ছবি। সৌজন্যে: PTI

বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে মহারাষ্ট্রে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিন্তায় রাখছে কেরল, তামিল নাড়ু, কর্ণাটকও। চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আতঙ্কে দেশবাসী।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৭০ জন। শনিবার এই সংখ্যা ছিল ৩৯৬২। একদিনে কোভিডের বলি দেশের ১৫ জন।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একলাফে একদিনে ৭ শতাংশ সংক্রমণ বৃদ্ধি কোভিড গ্রাফে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, শনিবারের তুলনায় দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ, যা উদ্বেগজনকই বটে। সুস্থতার হার নিম্নমুখী, বাড়ছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট। 

সংক্রমণ লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় করোনা পরিস্থিতি নিয়ে পাঁচ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রের সরকারকে চিঠি লিখেছে কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen