যুব এশিয়ান গেমসে কবাডিতে ভারতের জয় জয়কার, ছেলে-মেয়ে দুই বিভাগেই জোড়া সাফল্যে গর্বিত দেশ*

October 25, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৪: বাহরিনে অনুষ্ঠিত যুব এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারতের কবাডি দল। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই জোড়া সোনা জিতল অনূর্ধ্ব-১৮ ভারতীয় দল। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে সোনা জিতলো তারা, যা আবারও প্রমাণ করে দিল এশিয়ার মাটিতে কবাডিতে ভারতের কর্তৃত্ব।

মেয়েদের দলের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। ফাইনালে তারা ইরানকে ৭৫-২১ ব্যবধানে হারিয়ে এক অসাধারণ নজির গড়েছে—২০১৩ সালের পর যুব কবাডির ফাইনালে এত বড় ব্যবধানে আর কোনও জয় দেখা যায়নি। আক্রমণভাগে নেহা প্যাটেল ও রক্ষা প্রাচীরে রিয়া সিং ছিলেন দুর্দান্ত। ফাইনালের আগে তারা একে একে বাংলাদেশ (৪৬-১৮), থাইল্যান্ড (৭০-২৩) ও শ্রীলঙ্কা (৭৩-১০)-কে সহজেই হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে উঠেছিল শিরোপা লড়াইয়ে। গোটা টুর্নামেন্টে ভারতীয় প্রমীলা বাহিনীর সংগ্রহ ৩১২ রেইড পয়েন্ট—যা তাদের আগ্রাসন ও টিমওয়ার্কের প্রমাণ।

অন্যদিকে, পুরুষদের ফাইনাল ছিল রুদ্ধশ্বাস। শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চললেও স্নায়ুর চাপ সামলে ভারত ৩৫-৩২ ব্যবধানে হারায় প্রতিপক্ষকে। তারা টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশের বিরুদ্ধে ৮৩-১৯ জয় দিয়ে, এরপর শ্রীলঙ্কা (৮৯-১৬), পাকিস্তান (৮১-২৬), ইরান (৪৬-২৯) ও স্বাগতিক বাহরিন (৮৪-৪০)-এর বিপক্ষে জিতে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছায়। পুরুষ দলের মোট রেইড পয়েন্ট ছিল ৩৮০-এরও বেশি।

এই সাফল্য শুধু পদকজয় নয়, বরং ভারতের যুব প্রজন্মের দৃঢ়তা ও টিমওয়ার্কের প্রতীক। বাহরিনের মাটিতে ভারতীয় তরুণ-তরুণীরা দেখিয়ে দিল—কবাডির সেরা এখনও ভারতই!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen