বেলাগাম বঙ্গ বিজেপির অন্তর্কলহ, ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব

কোনওমতেই যাতে কেন্দ্রীয় নেতাদের অসন্তোষের কারণ হতে না হয়, সেই লক্ষ্যে এবার সংসদে নিজেদের মধ্যে সমন্বয় রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন বঙ্গ বিজেপির সাংসদরা।

March 31, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় কোন্দল ক্রমবর্ধমান। পাল্লা দিয়ে বাড়ছে অসন্তোষও। যার জেরে সামগ্রিকভাবে বিজেপির বঙ্গ নেতৃত্বের উপর কিছুটা হলেও ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় পার্টি। এই পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে তুষ্ট করতে একপ্রকার নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছেন বিজেপির রাজ্যের নেতারা। কোনওমতেই যাতে কেন্দ্রীয় নেতাদের অসন্তোষের কারণ হতে না হয়, সেই লক্ষ্যে এবার সংসদে নিজেদের মধ্যে সমন্বয় রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন বঙ্গ বিজেপির সাংসদরা।

সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে সংসদের অধিবেশন চলাকালীন নিয়মিত বাংলার কোনও না কোনও সাংসদের বাড়িতে মিলিত হবেন বঙ্গ বিজেপির বাকি এমপিরা। সংসদের মধ্যে কীভাবে বাংলার পরিস্থিতি নিয়ে সরব হওয়া যায়, সেই ব্যাপারে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন বিজেপির বাংলার সাংসদরা। বুধবার এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘সংসদের অধিবেশন চলাকালীন নিয়মিত বাংলার ইস্যু নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করব আমরা। কোনও না কোনও এমপির বাড়িতে এই বৈঠক হবে।’ মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে  বৈঠক করেন বঙ্গ বিজেপির সাংসদরা। বঙ্গ বিজেপির এহেন সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen