এপিক ইস্যু ও কেন্দ্রের বাংলা-বিরোধী নীতির প্রতিবাদে রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূল সাংসদদের

এপিক বা সচিত্র ভোটার পরিচয়পত্র নিয়ে সংসদে আলোচনার দাবিতে বেশ কিছুদিন ধরে সরব তৃণমূল-সহ বিরোধী শিবির। অথচ সরকার আলোচনায় নারাজ। বারবার নোটিস দিয়েও ভূতুড়ে ভোটার নিয়ে আলোচনায় রাজি হয়নি কেন্দ্র। গত সপ্তাহে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ইঙ্গিত দিয়েছিলেন, চলতি সপ্তাহে স্বল্প সময়ের জন্য এই ইস্যুতে আলোচনার অনুমতি দিতেও পারেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদিচ্ছা তাঁর তরফে দেখানো হয়নি। বৃহস্পতিবারও এ নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভায় নোটিস দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে। সেগুলি গ্রহণ করেননি চেয়ারম্যান। বাধ্য হয়ে এদিন রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল-সহ বিরোধীরা। সরকারের বাংলা-বিরোধী নীতির প্রতিবাদে অর্থ ও বরাদ্দ বিলের উপর ভোটাভুটির সময়ও রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন তৃণমূল সাংসদরা।

March 27, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এপিক বা সচিত্র ভোটার পরিচয়পত্র নিয়ে সংসদে আলোচনার দাবিতে বেশ কিছুদিন ধরে সরব তৃণমূল-সহ বিরোধী শিবির। অথচ সরকার আলোচনায় নারাজ। বারবার নোটিস দিয়েও ভূতুড়ে ভোটার নিয়ে আলোচনায় রাজি হয়নি কেন্দ্র। গত সপ্তাহে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ইঙ্গিত দিয়েছিলেন, চলতি সপ্তাহে স্বল্প সময়ের জন্য এই ইস্যুতে আলোচনার অনুমতি দিতেও পারেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদিচ্ছা তাঁর তরফে দেখানো হয়নি। বৃহস্পতিবারও এ নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভায় নোটিস দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে। সেগুলি গ্রহণ করেননি চেয়ারম্যান। বাধ্য হয়ে এদিন রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল-সহ বিরোধীরা। সরকারের বাংলা-বিরোধী নীতির প্রতিবাদে অর্থ ও বরাদ্দ বিলের উপর ভোটাভুটির সময়ও রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন তৃণমূল সাংসদরা।

লোকসভা

কালীপদ সোরেনে খেরওয়াল: জিরো আওয়ারে কংসাবতী এবং শিলাবতী নদীর উপর দুটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন। যা যথাক্রমে ঝাড়গ্রাম ও বাঁকুড়া এবং হুগলী জেলার সাথে পশ্চিম মেদিনীপুর জেলার সংযোগ রক্ষা করবে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়: জিরো আওয়ারে নিজের বক্তব্যে দুর্নীতিগ্রস্ত বিচারকদের কেবল অন্য আদালতে বদলি না করে গ্রেপ্তারের দাবি তোলেন।

প্রতিমা মণ্ডল: জিরো আওয়ারে তাঁর নির্বাচনী এলাকা জয়নগরের বাসিন্দা সাবির মল্লিকের পরিবারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি জানান। এই সাবির মল্লিককে হরিয়ানায় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি গরুর মাংস খাওয়ার মিথ্যা দোষারোপ করে নির্মমভাবে হত্যা করেছিল।

সৌগত রায়: অভিবাসন ও বিদেশী বিল, ২০২৫-এর উপর বক্তব্য রাখেন।

রাজ্যসভা

সুখেন্দু শেখর রায়: জিরো আওয়ারে ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার দাবি জানান। এছাড়াও বরাদ্দ (নং ৩) বিল, ২০২৫ এবং অর্থ বিল, ২০২৫ এর উপর বক্তব্য রাখেন।

প্রকাশ চিক বারিক: গোটা দেশের কৃষকদের জন্য পর্যাপ্ত ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) দাবিতে জিরো আওয়ারে বক্তব্য রাখেন।

সাগরিকা ঘোষ: বরাদ্দ (নং ৩) বিল, ২০২৫ এবং অর্থ বিল, ২০২৫-এর উপর বক্তব্য রাখেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen