আজ বসছে IPL-র নিলামের আসর, কেমন হবে হাঁকডাক?

মনে করা হচ্ছে, ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ডেভিড ক্যামেরন এবং ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান ও ব্যাটসম্যান হ্যারি ব্রুক বেশ ভালই দর পাবেন। 

December 23, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

আজ শুক্রবার কোচিতে বসছে IPL-র নিলামের আসর। বলা ভাল মিনি নিলাম। ৪০৫ জন ক্রিকেটার নিলামে অংশ নিচ্ছেন। যার মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২জন বিদেশি ক্রিকেটার। দল পাবেন মাত্র ৮৭ জন। ৩০ জন আবার বিদেশির কোটার।

বিগত আইপিএলে প্রথমবার নেমেই জয়ী হয়েছিল গুজরাত টাইটান্স। রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স বা ধোনির চেন্নাই সুপার কিংস প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সও দাগ কাটতে পারেনি। তাই আইপিএলের ১৬তম সংস্করণে জন্যে সবাই প্রস্তুতি শুরু করেছে জোর কদমে। এবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারবে সানরাইজার্স হায়দ্রাবাদ। কারণ, তারা অনেক ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে তাদের হাতে ৪২.২৫ কোটি টাকা রয়েছে। এর পরেই রয়েছে, পাঞ্জাব কিংস; তাদের হাতে রয়েছে ৩২.২০ কোটি টাকা, লখনৌ সুপার জায়ান্টের হাতে ২৩.৩৫ কোটি, মুম্বই ইন্ডিয়ান্সের ভাঁড়ারে ২০.৫৫ কোটি, চেন্নাই সুপার কিংসের হাতে আছে ২০.৪৫ কোটি, দিল্লি ক্যাপিটালসের ভান্ডারে ১৯.৪৫ কোটি, গুজরাত টাইটান্স শিবিরে ১৯.২৫ কোটি, রাজস্থান রয়্যালসের কোষাগারে রয়েছে ১৩.২ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ৮.৭৫ কোটি ও কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭.০৫ কোটি টাকা রয়েছে।

নিলামে কে কেমন দর পাবেন, সবচেয়ে বেশি দর কে পাবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ডেভিড ক্যামেরন এবং ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান ও ব্যাটসম্যান হ্যারি ব্রুক বেশ ভালই দর পাবেন। কলকাতা নাইট রাইডার্স নিলামে কেমন টক্কর দেয় সেদিকেও লক্ষ্য রাখবে ক্রিকেটপ্রেমীরা। ট্রেডিংয়ের মাধ্যমে আফগানিস্তানের ওপেনার রহমনুল্লাহ গুরবাজ, পেসার শার্দূল ঠাকুর ও লকি ফার্গুসনকে কেকেআর নিয়ে ফেলেছে। প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, অজিঙ্কা রাহানে, অ্যালেক্স হেলেস, মহম্মদ নবি, স্যাম বিলিংস, শিব মাভির মতো ক্রিকেটারদের নাইট শিবির ছেড়ে দিয়েছে। শোনা যাচ্ছে, দলের তৃতীয় ওপেনার, উইকেটরক্ষক ব্যাটসম্যান ও ডেথ ওভার বোলারের খোঁজে আজ নিলামে যাচ্ছে নাইট শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen