প্রথম দিনের নিলামে কোন কোন খেলোয়াড় শামিল হল কেকেআরে? দেখে নিন পুরো টিম

আপাতত সবমিলিয়ে কেকেআরের হাতে নয় খেলোয়াড় আছে

February 13, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

আইপিএল মেগা নিলামের প্রথমদিনে পাঁচ খেলোয়াড়কে নিতে পারল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আপাতত সবমিলিয়ে কেকেআরের হাতে নয় খেলোয়াড় আছে। হাতে পড়ে আছে মাত্র ১২.৬৫ কোটি টাকা। পূরণ করতে হবে একাধিক শূন্যস্থান। একনজরে দেখে নিন, কেকেআরের পুরো দল –

নিলামে ৪ প্রাক্তন নাইট-সহ ৫ জনকে নিল KKR, আছে ১২.৬ কোটি টাকা, দেখুন পুরো টিম

আন্দ্রে রাসেল: তাঁকে রিটেন করেছে কেকেআর। পাচ্ছেন ১২ কোটি টাকা।

বেঙ্কটেশ আইয়ার: রিটেন করেছে কেকেআর। পাচ্ছেন আট কোটি টাকা।

বরুণ চক্রবর্তী: রিটেন করেছে নাইট শিবির। পাচ্ছেন আট কোটি টাকা।

সূনীল নারিন: ক্যারিবিয়ান তারকাকে রেখে দিয়েছে কেকেআর। পাচ্ছেন ছ’কোটি টাকা।

প্যাট কামিন্স: ৭.২৫ কোটি টাকায় কিনে নিল কেকেআর। আগে ১৫.৫ কোটি টাকায় কেকেআরে যোগ দিয়েছিলেন।

শ্রেয়স আইয়ার: সম্ভাব্য অধিনায়ক পেল কেকেআর। ১২.২৫ কোটি টাকায় নিল। 

নীতিশ রানা : আট কোটি টাকায় কেকেআরের ফিরলেন।

শিবম মাভি: ৭.২৫ কোটি টাকায় মাভিকে দলে ফেরাল কেকেআর।

শেলডন জ্যাকসন : প্রাক্তন নাইটকে দলে নিল কেকেআর। ৬০ লাখ টাকায় পেল। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen