লখনৌকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল আরসিবি, কোথায় কেকেআর?

আরসিবির-ও ১০ পয়েন্ট হয়ে গেল। তবে তারা টাইটানসের চেয়ে ১ ম্যাচ বেশি খেলেছে। ৭ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০।

April 20, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৮ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই সঙ্গে তারা পয়েন্ট টেবলে মস্ত লাফ দিয়ে চার থেকে দুইয়ে উঠে এল। যার জেরে তিনে নেমে গেল রাজস্থান রয়্যালস। এক ধাপ নেমে চারে জায়গা পেল লখনৌ সুপার জায়ান্টস।

বাকি দলগুলো একই অবস্থানে রয়েছে। লিগ টেবলের মূলত প্রথম চারেই রদবদল ঘটেছে। আগের মতোই পাঁচে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ছয়ে কলকাতা নাইট রাইডার্স। সাতে পঞ্জাব কিংস। আটে রয়েছে দিল্লি ক্যাপিটালস। নয় এবং দশে রয়েছে যথাক্রমে চেন্নাই সুপারকিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স।

 দলম্যাচজয়পরাজয়পয়েন্টনেট রানরেট
 গুজরাট টাইটানস ৬১০০.৩৯৫ 
 রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭১০ ০.২৫১
 রাজস্থান রয়্যালস ৬০.৩৮০ 
 লখনৌ সুপার জায়ান্টস ৭৮  ০.১২৪
 সানরাইজার্স হায়দরাবাদ ৬-০.০৭৭ 
 কলকাতা নাইট রাইডার্স ৭০.১৬০ 
পঞ্জাব কিংস ৬০.১০৯

শীর্ষে থাকা গুজরাট টাইটানস যথারীতি ৬ ম্যাচের ৫টিতে জিতে শীর্ষস্থান ধরে রেখেছে তাদের পয়েন্ট ১০। আরসিবির-ও ১০ পয়েন্ট হয়ে গেল। তবে তারা টাইটানসের চেয়ে ১ ম্যাচ বেশি খেলেছে। ৭ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০। তারা ৫টিতে জিতে, ২টি ম্যাচ হেরেছে। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে রাজস্থান। লখনৌ ৭ ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়েছে। ৩টিতে হেরেছে। ৮ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ তালিকার চারে। হায়দরাবাদ আবার ৬ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে। তারা নেট রানরেটে অনেকটাই পিছনে রয়েছে।

কেকেআর ৭ ম্যাচের তিনটিতে জিতে চারটিতেই হেরেছে। পয়েন্ট ৬। পঞ্জাব আবার ৬ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে, ৩টিতে হেরেছে। তাদেরও পয়েন্ট ৬। দিল্লি ক্যাপিটালস সবচেয়ে কম ম্যাচ খেলেছে। তারা ৫ ম্যাচ খেলে ২টিতে জিতেছে। ৩টি ম্যাচ হেরেছে। পয়েন্ট ৪। সিএসকে আবার ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরেছে। ১টি ম্যাচ জিতেছে। পয়েন্ট ২। মুম্বই ইন্ডিয়ান্স একমাত্র দল, যারা ১টি ম্যাচেও জয় পায়নি। ৬ ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen