ভারতমাতার বীর সন্তান শহিদ ঝন্টু আলি শেখের ধর্ম খুঁজছে BJP? শুনুন ভাইরাল অডিও

পদ্ম শিবিরের কেউই প্রয়াত ভারতমাতার বীর সন্তানকে মালা দেওয়ার প্রয়োজন বোধ করেনি।

April 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের শেষযাত্রায় কোনও বিজেপি নেতাকে দেখা যায়নি। পদ্ম শিবিরের কেউই প্রয়াত ভারতমাতার বীর সন্তানকে মালা দেওয়ার প্রয়োজন বোধ করেনি। ভাইরাল হয়েছে এক অডিও, তাতে শোনা যাচ্ছে ভোটের রাজনীতিই দেখতে হবে। তেহট্টের সেনা জওয়ানের মৃত্যু নিয়ে এমনই বলছেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের মুখ। দলের এক কর্মীর সঙ্গে তাঁর কথোপকথন ইতিমধ্যেই সমাজ ভাইরাল হয়েছে। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। বীর শহিদকে নিয়ে এমন কথা বলায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজ মাধ্যমে।

ভাইরাল অডিওতে শহিদ জওয়ানের ধর্মীয় পরিচয় নিয়েও কথা বলতে শোনা যায় বিজেপির জেলা সভাপতিকে। শনিবার শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের শেষযাত্রায় বিজেপির কোনও নেতা হাজির ছিলেন না। এতেই প্রশ্ন উঠছে, হিন্দু নন বলেই কি ঝন্টু আলির আত্মত্যাগকে বিজেপি নেতারা গুরুত্ব দিতে চাইছেন না?

সম্প্রতি বিজেপি জেলা সভাপতির সঙ্গে তাঁর দলের এক কর্মীর কথোপকথনের সেই অডিওতে ওই কর্মী জেলা সভাপতিকে বলছেন, ‘আমাদের পাথরঘাটা এলাকার একজন জওয়ান শহিদ হয়েছেন। আমাদের দলের তরফের তাঁর পরিবারকে সমবেদনা জানানোর জন্য তো যাওয়া দরকার ছিল।’ উত্তরে জেলা সভাপতির প্রশ্ন, ওখানে গেলে কি একটা ভোট বেশি হবে? বিজেপি কর্মী শহিদ জাওয়ান নিয়ে ভোট রাজনীতিতে আপত্তি জানান। তার উত্তরে জেলা সভাপতি বলেন, ভোটের রাজনীতিই দেখতে হবে এখন।

উল্লেখ্য, শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের মৃতদেহ শনিবার তেহট্টের পাথরঘাটায় আসে। শহিদের শেষযাত্রায় ভিড় উপচে পড়ে। রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর লোকসভার তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, সিপিএম নেতা এসএম সাদি প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। বিজেপির কোনও নেতানেত্রীকে দেখা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen