CPIM দেশপ্রেমিক নয়, ঘুরিয়ে এই কথাই বলতে চাইল বম্বে হাই কোর্ট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: গাজা ভূখণ্ডে ইজ়রায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে মুম্বইয়ের আজ়াদ ময়দানে প্রতিবাদ সভা করতে চেয়েছিল বাম প্রভাবিত সংগঠন ‘অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন’ (এআইপিএসএফ)। কিন্তু মুম্বই পুলিশ ওই সভা করার অনুমতি দেয়নি। এর বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএম। শুক্রবার সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, হাই কোর্টের বিচারপতি রবীন্দ্র ঘুগে এবং বিচারপতি গৌতম অখণ্ডের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘অদূরদর্শী ভাবনা, আগে দেশপ্রেমিক হয়ে উঠুন। হাজার-হাজার মাইল দূরের বিষয় নিয়ে মাথা ঘামানোর পরিবর্তে ভারতের নাগরিকদের সঙ্গে সম্পর্কিত ইস্যুগুলির দিকে নজর দেওয়া উচিত সিপিএমের।’ হাই কোর্টের পর্যবেক্ষণকে ‘সংবিধান-বিরোধী’ বলে বিবৃতি দিয়ে পাল্টা আক্রমণ করেছে সিপিএম পলিটব্যুরো।
শুক্রবার বিচারপতি ঘুগে সিপিএমকে তীব্র ভর্ৎসনা করে বলেন, “আমাদের দেশেও বেশ কিছু সমস্যা মোকাবিলা করতে হয়… আমরা এরকম কিছু চাই না। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আপনারা মোটেও দূরদর্শী নন… আপনারা গাজা এবং প্যালেস্তাইনের বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন… আপনারা কেন নিজের দেশের জন্য কিছু করছেন না… দেশপ্রেমিক হয়ে উঠুন… গাজা এবং প্যালেস্তাইনের পক্ষে কথা বলা দেশপ্রেম নয়… আমাদের নিজের দেশের স্বার্থে কথা বলুন… আপনারা যা প্রচার করেন, সেটা কাজেও করে দেখান।’