Jagdeep Dhankhar Resigns: শুধুই কি স্বাস্থ্যজনিত কারণে ধনখড়ের ইস্তফা, পরবর্তী উপরাষ্ট্রপতি কে?

July 22, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৭: স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে হঠাৎ উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। সোমবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। মাত্র দু’বছর আগে দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। মেয়াদ শেষ হওয়ার ছিল আরও প্রায় দু’বছর। তাই এই আকস্মিক পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

পদত্যাগপত্রে ধনখড় লিখেছেন, “চিকিৎসকদের পরামর্শ অনুসারে এখনই দায়িত্ব ছাড়ছি। দায়িত্ব পালনের সময় যেভাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যরা আমাকে সহযোগিতা করেছেন, তা আমি আজীবন মনে রাখব।” তবে ধনখড়ের ইস্তফার পিছনে শুধুমাত্র স্বাস্থ্যগত কারণ আছে কি না, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, ধনখড় সত্যিই যদি অসুস্থতার কারণে পদত্যাগ করে থাকেন, তাহলে তাঁর দ্রুত সুস্থতা কাম্য। তবে স্বাস্থ্য ছাড়াও যদি পদত্যাগের পেছনে অন্য কোনও কারণ থেকে থাকে, তা হলে সেই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে।

এদিকে, ধনখড়ের এই পদত্যাগে একসঙ্গে শূন্য হল দেশের উপরাষ্ট্রপতির পদ এবং রাজ্যসভার চেয়ারম্যানের পদ। সংবিধান অনুযায়ী, এই শূন্যস্থান ৬ মাসের মধ্যে পূরণ করতে হবে। ততদিন পর্যন্ত রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং অথবা রাষ্ট্রপতি অনুমোদিত অন্য কোনও সদস্য দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন। সম্ভাব্য অন্তর্বর্তী উপরাষ্ট্রপতি হিসেবে হরিবংশের নামই সবচেয়ে জোরালো বলে মনে করছে সংসদীয় মহল।

হরিবংশ নারায়ণ সিং জেডিইউ-র নেতা। একসময়ের সাংবাদিক, পরে রাজনীতিতে আসা। তিনি নীতিশ কুমারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০১৪ সাল থেকে রাজ্যসভার সদস্য এবং ২০২০ থেকে ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তাঁর মেয়াদ চলবে ২০২৬ পর্যন্ত।

ধনখড়ের জায়গায় পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা। সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নাম। বিশেষজ্ঞদের মতে, উত্তরপ্রদেশ বা বিহার নির্বাচনের আগে এই পদে কোনও কৌশলী নিয়োগ হতে পারে।

উল্লেখ্য, দেশের ইতিহাসে ধনখড়ের আগে কেবল দুইজন উপরাষ্ট্রপতি ভি ভি গিরি ও আর ভেঙ্কটরমণ মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন, তবে তাঁরা রাষ্ট্রপতি হওয়ার জন্যই ইস্তফা দিয়েছিলেন। ধনখড়ের পদত্যাগ তাই রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত এবং মনোনীত সদস্যরাই ভোট দেন। এবারও কি বিরোধী ও শাসকপক্ষ কোনও প্রার্থী নিয়ে ঐকমত্যে পৌঁছবে, নাকি ফের একবার ভোটাভুটি হবে সেই দিকেই তাকিয়ে দেশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen