শমীকের সাংবাদিক সম্মেলনে দিবানিদ্রায় দিলীপ?

শমীক যখন বক্তব্য রাখছেন, তখন বেশ কয়েক মিনিট ধরে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা গেল দিলীপবাবুকে।

February 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের হুঁশিয়ারি দিল বিজেপি (BJP)। বুধবার বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলন করে সে কথা জানান শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং সুভাষ সরকারের মতো বিজেপি নেতারা।

তবে বক্তব্য চলাকালীন চোখ বন্ধ করে বসে থাকা দিলীপবাবুকে দেখে কেউ কেউ বলছেন, বিধানসভা ভোটের আগে নিরবচ্ছিন্ন ভাবে দৌড়ঝাঁপে ক্লান্ত হয়ে পড়া বিজেপি রাজ্য সভাপতি কি তা হলে সাংবাদিক বৈঠকে ঘুমিয়ে পড়লেন?

এ দিন শমীক (Samik Bhattacharya) অভিযোগ করেন, “রাজ্য সরকার শিক্ষক নিয়োগে যথাযথ নিয়ম মেনে চলেনি। প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধাতালিকা অস্বচ্ছ। এই সরকার নিয়োগে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এ সবের তদন্ত করা হবে…”।

শমীক যখন বক্তব্য রাখছেন, তখন বেশ কয়েক মিনিট ধরে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা গেল দিলীপবাবুকে। এমনকী পাশে বসা নেতা তাঁকে কোনো একটা চিরকুট দেখিয়ে কিছু বলতে চাইলেও তিনি চোখ খুললেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen