চেয়ারম্যানের আসনে বসে BJP-কে সুবিধা পাইয়ে দিতে পক্ষপাত ধনখড়ের?

রাজ্যসভায় চেয়ারম্যানের আসনে বসে বিজেপিকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়া অভিযোগ উঠল দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে।

August 8, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংসদভবনে সব সময় বিরোধী স্বর তুলে ধরার জায়গা, এমনটাই রীতি ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রে। কিন্তু বিরোধীদের অভিযোগ সংসদে মোদী আমলে বিরোধী কণ্ঠরোধ করা হয় সব সময়। রাজ্যসভায় চেয়ারম্যানের আসনে বসে বিজেপিকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়া অভিযোগ উঠল দেশের উপরাষ্ট্রপতির বিরুদ্ধে।

শোনা যাচ্ছে, আজ, ৮ আগস্ট রাজ্যসভায় কয়েকজন বিরোধী সাংসদ ২৬৭ রুল নোটিশ এনে ভিনেশ ফোগতের বিষয়ে সত্যানুসন্ধানের জন্য আলোচনার দাবি জানান। জানা যাচ্ছে, চেয়ারম্যান ওই নোটিশ পড়েননি এমনকি নোটিশ আনা সাংসদদের নাম অবধি উল্লেখ করেননি।

অন্যদিকে, একইভাবে ২৯ জুলাই পাঁচজন বিজেপি সাংসদ জল জমে বন্যার জেরে দিল্লির আইএএস কোচিং সেন্টারে ছাত্রমৃত্যু নিয়ে নোটিশ আনেন। তখন চেয়ারম্যান নোটিশ পড়েন এবং ওই দিন দুপুর একটায় তা নিয়ে আলোচনা পর্যন্ত হয়।

কিন্তু এক যাত্রায় পৃথক ফল নিয়ে উঠছে প্রশ্ন। ২৯ জুলাই যা হল, আজ কেন তা হল? বিজেপি সাংসদ আর বিরোধী সাংসদ বলেই কি এহেন বৈষম্যের আচরণ? নীতি ও নজিরের মাধ্যমেই সংসদ চলে। নিয়ম যখন মানা হয় না, তখন বিরোধীরা তো বিক্ষোভ দেখাবেনই! উল্লেখ্য, বাংলার রাজ্যপাল থাকাকালীন একাধিকার ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen