বাংলায় কি নিপা ভাইরাসের হানা? বারাসতে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন ২ স্বাস্থ্যকর্মী

January 12, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২০: দক্ষিণের রাজ্যের পর এবার কি বাংলাতেও থাবা বসাল মারণ নিপা ভাইরাস (Nipah virus)? উত্তর ২৪ পরগণার বারাসতে এক বেসরকারি হাসপাতালে দুই রোগীর ভর্তির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে। স্বাস্থ্য দপ্তর (Health Department) সূত্রে খবর, নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুইজন স্বাস্থ্যকর্মী।

উত্তর ২৪ পরগণা (North 24 Parganas) স্বাস্থ্য জেলা সূত্রে জানা গিয়েছে, বারাসতের রথতলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ওই দুই ব্যক্তি চিকিৎসাধীন। তাঁদের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণের বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) সমুদ্র সেনগুপ্ত জানিয়েছেন, আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মী বর্তমানে ‘একিউট এনসেফ্যালাইটিস সিনড্রোম’-এ ভুগছেন। এই এনসেফ্যালাইটিসের কারণ নিপা ভাইরাস কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে ইতিমধ্যেই ওই দুই স্বাস্থ্যকর্মীর লালারসের নমুনা পুনের ল্যাবে (National Institute of Virology) পাঠানো হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর গোটা ঘটনার ওপর কড়া নজর রাখছে। পুনের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আগাম সতর্কতা হিসেবে সবরকম ব্যবস্থা প্রস্তুত রাখা হচ্ছে এবং আক্রান্তদের স্বাস্থ্যের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। রিপোর্ট পজিটিভ এলে সংক্রমণ রুখতে দ্রুত ব্যবস্থা নেবে স্বাস্থ্য ভবন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen