শেষ চার ম্যাচে পরাজয় এটিকে মোহনবাগানের, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ হাবাসের
এই মুহূর্তে ছ’ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছ’নম্বরে মোহনবাগান। সবুজ মেরুনের পরবর্তী ম্যাচ মঙ্গলবার।
December 18, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে পদত্যাগ করলেন আন্তোনিয়ো লোপেস হাবাস। শেষ চার ম্যাচে একটিও জিততে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। প্লে অফে যাওয়া নিয়েও চিন্তায় ছিলেন হাবাস। শনিবার জানিয়ে দিলেন তিনি আর কোচ থাকছেন না।
এ বারের আইএসএল-এ প্রথম দুই ম্যাচে জিতে শুরু করেছিল মোহনবাগান। এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে সমর্থকদের মুখে হাসিও ফুটিয়েছিল তারা। কিন্তু শেষ চার ম্যাচে এসেছে মাত্র দুই পয়েন্ট। সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা অন্তবর্তীকালীন কোচ হলেন। তিনিই আপাতত মোহনবাগানের দায়িত্ব সামলাবেন।
এই মুহূর্তে ছ’ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছ’নম্বরে মোহনবাগান। সবুজ মেরুনের পরবর্তী ম্যাচ মঙ্গলবার।