ISL-এর শুরুই হল জোড়া হার দিয়ে, গোয়ার বিরুদ্ধেও ভাগ্য বদলালোনা ইস্টবেঙ্গলের

আজ ম্যাচের ৭ মিনিটে গোল হজম করে ইস্টবেঙ্গল। ভাসকুয়েজের ক্রস থেকে দলকে এগিয়ে দেন এফসি গোয়ার ব্রেন্ডন ফার্নান্ডেজ

October 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ISL-এ (ISL 2022-23) নিজেদের দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার কাছেও ১-২ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। ইনজুরি টাইমের গোয়ার এডু বেদিয়ার গোলে ম্যাচ থেকে প্রথম পয়েন্ট তোলার আশা শেষ হয়ে গেল লাল হলুদ ব্রিগেডের। প্রসঙ্গত, আইএসএলে সাত বছরে এই প্রথমবার কলকাতার এক প্রধানকে হারাল এফসি গোয়া (FC goa)।

আজ ম্যাচের ৭ মিনিটে গোল হজম করে ইস্টবেঙ্গল (East Bengal FC)। ভাসকুয়েজের ক্রস থেকে দলকে এগিয়ে দেন এফসি গোয়ার ব্রেন্ডন ফার্নান্ডেজ। প্রথমার্ধের শেষে স্কোর ছিল গোয়ার পক্ষে ১-০।

দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ১-১ করে ইস্টবেঙ্গলের থেকে ক্লেইটন সিলভা (Cleiton Silva)। কিন্তু একেবারে শেষলগ্নে ৯০+৪ মিনিটে এডু বেদিয়ার সোয়ার্ভিং ফ্রিকিক সরাসরি ইস্টবেঙ্গলের গোলে ঢুকে যায়। ২-১-এ ম্যাচে জিতে যায় গোয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen