পর পর ৭ বার নিভল লাল হলুদ মশাল, ২ গোলে জিতে ভাসল সবুজ মেরুন নৌকো
মোহনবাগান সমর্থকদের মুখে লাল হলুদের উদ্দেশ্যে একটাই বুলি – যতবার ডার্বি, ততবার হারবি

পর পর ৭ বার চিরশত্রুর কাছে পরাজয়। মোহনবাগান সমর্থকদের মুখে লাল হলুদের উদ্দেশ্যে একটাই বুলি – যতবার ডার্বি, ততবার হারবি। এবারও জিততে পারলোনা ইস্টবেঙ্গল। আজকের হার দু গোলে।
আজ ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলই। বল দখলের লড়ায়ে মোহনবাগানের পজেশন ছিল ৫৮%, ইস্টবেঙ্গলের ৪২%। ২৭ মিনিট নাগাদ হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের কিরিয়াকু। প্রথমার্ধের খেলার শেষে স্কোর ছিল ০-০।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৫৬ মিনিটে বক্সের বাইরে থেকে গড়ানো শটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন বুমোস। ১০ মিনিট পরেই ম্যাচের ৬৬ মিনিটে মোহনবাগানের হয়ে গোল করে ২-০ করেন মনবীর সিংহ। অনেক চেষ্টা করে একটি গোলও শোধ দিতে পারল না ইস্টবেঙ্গল।
ভিড়ে ঠাসা যুবভারতীতে আজ ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচ শুরু হয় সন্ধে ৭:৩০-এর পরিবর্তে ৭:৫০ মিনিটে। হায়দ্রাবাদ বনাম গোয়া ম্যাচে বিদ্যুৎ বিভ্রাট জেরে খেলা বন্ধ ছিল খানিকক্ষণ। সেই ম্যাচ সম্প্রচারিত হচ্ছিল লাইভ। সেই ম্যাচে দেরি হওয়ায় সম্প্রচারের কারণেই কলকাতা ডার্বির সময় পিছিয়ে যায় ২০ মিনিট।