বড়দিনের আগে পচা শামুকে পা কাটল মেরিনার্সরা, গুয়াহাটিতে হার মোহনবাগানের

বল দখলের লড়াই থেকে আক্রমণ সবেতেই এগিয়ে ছিল নৌকা বাহিনী। কিন্তু জয় এল। শেষ তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করেছিল মোহনবাগান। সেই জয়ের পথে বাধা হয়ে দাঁড়াল নর্থইস্ট।

December 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

লিগ টেবিলের সবচেয়ে নীচে থাকা নর্থইস্ট ইউনাইটেডের কাছে হার মোহনবাগানের, টানা দশ ম্যাচ হারা নর্থইস্ট ইউনাইটেডের কাছে ১-০ গোলে পরাজিত হল মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগে জয়ের হ্যাটট্রিকের পর শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে আটকে গিয়েছিল এটিকে মোহনবাগান।

আইএসএলের একাদশতম ম্যাচে এসে জয় পেল নর্থইস্ট। খেলার ৬৯তম মিনিটে উইলমার জর্ডন হেডে গোল করেন। সবুজ-মেরুনের জালে বল জড়িয়ে যায়। বাগানের দুই ডিফেন্ডার প্রীতম এবং হামিলের ভূমিকা ছিল দর্শকদের মতো। বল দখলের লড়াই থেকে আক্রমণ সবেতেই এগিয়ে ছিল নৌকা বাহিনী। কিন্তু জয় এল। শেষ তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করেছিল মোহনবাগান। সেই জয়ের পথে বাধা হয়ে দাঁড়াল নর্থইস্ট।

১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগে টেবিলের তৃতীয় স্থানেই রইল মোহনবাগান। শীর্ষে রয়েছে মুম্বই, তাদের পয়েন্ট ২৭ দ্বিতীয় স্থানে হায়দ্রাবাদ, তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। ১৯ পয়েন্ট নিয়ে মোহনবাগানের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গোয়া। সবাই এগারোটা করেই ম্যাচ খেলে ফেলেছে। পরের ম্যাচে ২৮ ডিসেম্বর ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে নামবে মোহনবাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen