ISL: প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ গোলে হারল বেঙ্গালুরু এফসি-র কাছে

এই ম্যাচে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত প্রথম একাদশে রাখেননি মাদিহ তালাল এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা।

September 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবারেও ISLএ জয় দিয়ে শুরু করতে পারল না ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি’র কাছে ১-০ গোলে হেরে আইএসএল-এর যাত্রা শুরু করল লাল হলুদ ব্রিগেড ৷ কান্তিরাভায় কার্লেস কুয়াদ্রাতের দলের বিরুদ্ধে বেঙ্গালুরুর হয়ে জয়ের একমাত্র গোলটি করেন বিনীথ ভেঙ্কটেশ ৷

এই ম্যাচে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত প্রথম একাদশে রাখেননি মাদিহ তালাল এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। তবে দিয়ামানতাকোসকে প্রথম থেকেই খেলেন। এছাড়াওখেলেন আরও তিন বিদেশি, হেক্টর, ক্রেসপো, হিজাজি। ঘরের মাঠে প্রথম থেকেই ইস্টবেঙ্গল রক্ষণের উপর চাপ বাড়াতে থাকে বেঙ্গালুরু এফসি।

মাছের ২৫ মিনিটে মেন্ডেজের সাজিয়ে দেওয়া বল থেকে জোরালো শটে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দিলেন ভিনিথ ভেঙ্কটেশ। ০-১ গোলে পিছিয়ে থেকে সাজঘরে ফেরে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পার‌লেন না লাল হলুদ ফুটবলাররা। ৮৪ মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড-এর ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল নুঙ্গাকে। শেষ দিকে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখলেন ক্লেইটন। শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen