আইএসএলে মহমেডানকে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
প্রথমার্ধের ২৭ মিনিটে পিভি বিষ্ণুর পাস থেকে প্রথম পোস্টে গোল করে গেলেন মহেশ। ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর দুই দলের ফুটবলারেরা একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে পারছিলেন না।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ মিনি ডার্বিতে মহামেডানকে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল।
প্রথমার্ধের ২৭ মিনিটে পিভি বিষ্ণুর পাস থেকে প্রথম পোস্টে গোল করে গেলেন মহেশ। ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর দুই দলের ফুটবলারেরা একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে পারছিলেন না।
দ্বিতীয়ার্ধে মহমেডান শুরুর দিকে সে ভাবে আক্রমণ করতে পারেনি। ৬৫ মিনিটে কার্যত ফাঁকা গোলে বল ঠেলে দেন ইস্টবেঙ্গলের সল ক্রেসপো। এরপর ৬৮ মিনিটে ব্যবধান কমান মহামেডানের ফ্রাঙ্কা।
শেষ পর্যন্ত মহামেডানের প্রত্যাবর্তনের সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন ডেভিড। ৮৯ মিনিটে বদলি হিসেবে নেমে গোল দিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জেতে ইস্টবেঙ্গল।