ISL Cup Final: যুবভারতীর রঙ সবুজ-মেরুন, রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হাসল মোহনবাগান

শেষপর্যন্ত ২-১ গোলে বেঙ্গালুরুকে হারিয়ে ISL কাপ জিতে ইতিহাস তৈরি করল মোহনবাগান!

April 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মরশুমের দুই সেরা দল এবং মগজাস্ত্রের লড়াই- আজ আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচের যেন সেটাই ‘ক্যাচলাইন’ হয়ে গিয়েছে। এমনিতে বৃহাদাকারে দেখতে গেলে আইএসএল কাপ ফাইনালের খুব বেশি গুরুত্ব নেই। কারণ যে লিগ শিল্ড জিতলে এশিয়ার মঞ্চে খেলা যায়, সেটা ইতিমধ্যে জিতে গিয়েছে মোহনবাগান। তারপরও অবশ্য কাপ জিততে মরিয়া ছিল সবুজ-মেরুন। একইভাবে যুবভারতীকে নিশ্চুপ করিয়ে আইএসএল কাপ জেতার লক্ষ্যে ঝাঁপিয়েছে বেঙ্গালুরু।

শেষপর্যন্ত ২-১ গোলে বেঙ্গালুরুকে হারিয়ে ISL কাপ জিতে ইতিহাস তৈরি করল মোহনবাগান! মুম্বই সিটি এফসির পরে দ্বিতীয় দল হিসেবে সেই নজির গড়ল। সেইসঙ্গে ঘরের মাঠে কোনও দল আইএসএল কাপ না জেতার যে অভিশাপ ছিল, সেটাই কেটে গেল।

এদিন খেলায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। তবে গোটা প্রথমার্ধ জুড়ে আক্রমণ বেশি করে বেঙ্গালুরু। ৪৯ মিনিটের মাথায় পিছিয়ে পড়ল মোহনবাগান। বল বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন বাগানের ডিফেন্ডার আলবের্তো রদ্রিগেস। ৭১ মিনিটের মাথায় সমতা ফেরায় মোহনবাগান। বক্সের মধ্যে হ্যান্ডবল করেন বেঙ্গালুরুর চিংলেনসানা। পেনাল্টি পায় মোহনবাগান। স্পট থেকে গোল করতে ভুল করেননি কামিংস। গুরপ্রীতকে পরাস্ত করে সবুজ-মেরুন সমর্থকদের মুখে হাসি ফোটান তিনি।

খেলা গড়াল অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে পাঁচ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দিলেন জেমি ম্যাকলারেন। বক্সের মধ্যে বল বাড়ান গ্রেগ স্টুয়ার্ট। বেঙ্গালুরুর ডিফেন্ডার চিংলেনসানার ভুল থেকে বল পান ম্যাকলারেন। গোল করতে ভুল করেননি তিনি। এগিয়ে যায় মোহনবাগান। শেয়পর্যন্ত লিগ-শিল্ডের পর আইএসএল কাপও জিতল মোহনবাগান। ২-১ গোলে বেঙ্গালুরুকে হারাল তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen