মহাকাশ গবেষণায় নজির ভারতের, একইসঙ্গে ৩৬টি স্যাটেলাইটের বাণিজ্যিক উৎক্ষেপণ ISRO-র

একইসঙ্গে ৩৬টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি জমিয়ে, পৃথিবীর লো অরবিটে ইতিমধ্যেই স্যাটেলাইট প্রতিস্থাপন করার কাজও সম্পন্ন হয়েছে

October 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার রাত ১২টা ৭ মিনিট, মহাকাশ গবেষণায় নয়া নজির গড়ল ভারত। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় ইসরোর সবচেয়ে ভারী রকেট। একইসঙ্গে ৩৬টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি জমিয়ে, পৃথিবীর লো অরবিটে ইতিমধ্যেই স্যাটেলাইট প্রতিস্থাপন করার কাজও সম্পন্ন হয়েছে। স্যাটেলাইটগুলির মোট ওজন ছিল প্রায় ৬ হাজার টন। 

এটিই LVM 3-এর প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ, এবং আপাতত সফলও বললে ভুল বলা হয়না। বিদেশি সংস্থা ওয়ান ওয়েব ও ভারতীয় নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড চুক্তির ভিত্তিতে, এই উৎক্ষেপণ হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমাগত এই মিশন পিছিয়ে যাচ্ছিল। তখন ভারত অগ্রণী ভূমিকা পালন করে। ইতিহাস সৃষ্টি করে ইসরো ৩৬টি স্যাটেলাইট প্রতিস্থাপন করল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen