জগন্নাথ মন্দির উদ্বোধন: সৈকত শহরে পর্যটকদের ভিড়, তাজপুর-মন্দারমণিতে মানুষের ঢল

 বুধবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন।

April 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Zee Zest

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। ইতিমধ্যেই সোমবার থেকে দীঘায় কঠোরভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভিআইপি এবং প্রশাসনের লোকজনের থাকার জন্য অধিকাংশ হোটেল ইতিমধ্যে বুক করা হয়েছে। পর্যটকদের একাংশ ঝক্কি পোহাতে চাইছেন না! তাজপুর বা মন্দারমণির হোটেল-লজে ভিড় জমাচ্ছেন অনেকেই।

২৮এপ্রিল অর্থাৎ সোমবার বিকেল থেকে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়েছে। দীঘায় কোনও বড় গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। দীঘা ওয়েলকাম গেটের কাছে চেকপোস্ট থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাঁদের পাস রয়েছে তাঁরাই গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারছেন। অন্যান্য গাড়িগুলি বাইপাস রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওল্ড ও নিউ দীঘার বিভিন্ন জায়গায় পার্কিং পয়েন্টে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার বিকেল পর্যন্ত দীঘায় তেমন ভিড় ছিল না। সন্ধ্যার দিকে ওল্ড ও নিউ দীঘায় পর্যটকদের ভিড় বাড়ে। হোটেল মালিকদের একাংশের মতে, ভিআইপিদের জন্য রুম নেওয়া হবে বলে আগে থেকে জানানো হয়েছে। যান নিয়ন্ত্রণ চলছে। সেকারণে ঝামেলা এড়াতে পর্যটকদের অনেকেই অন্য দিকে যাচ্ছে। তাঁরা উদ্বোধনী অনুষ্ঠানের পর জগন্নাথদেবকে দর্শন করতে চাইছেন। পর্যটকদের অনেকে মন্দারমণি-তাজপুরের দিকে ছুটছেন। সেখানকার হোটেল-লজে ভালো ভিড় রয়েছে। মন্দারমণি ও তাজপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের আশা, আগামী দু’দিন ভিড় আরও বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen