সোমবার জন্মাষ্টমী, বেরোনোর আগে দেখে নিন মেট্রোর Update

শিয়ালদহ-সেক্টর ফাইভ লাইনে অন্যদিন ১০৬টি মেট্রো চলে। কিন্তু সোমবার মোট ৯০টি রেক চলবে।

August 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
সোমবার জন্মাষ্টমী, বেরোনোর আগে দেখে নিন মেট্রোর Update

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার জন্মাষ্টমী, যে কারণে ছুটি থাকায় ওইদিন কম মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল করা হয়নি। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের পাশাপাশি সল্টলেক-শিয়ালদহ রুটেও কম মেট্রো চলবে বলে জানা গিয়েছে।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ২৬ আগস্ট জন্মাষ্টমীর দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে ২৩৪টি মেট্রো চলবে। অন্যদিন সাধারণ দিনে ওই রুটে ২৮৮টি মেট্রো চলে। শিয়ালদহ-সেক্টর ফাইভ লাইনে অন্যদিন ১০৬টি মেট্রো চলে। কিন্তু সোমবার মোট ৯০টি রেক চলবে।

তবে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তি থাকছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। দমদমের শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়ার সময় ৯টা ৪০ মিনিট। কবি সুভাষ এবং দমদমের রাতের বিশেষ মেট্রো নির্দিষ্ট সময় অর্থাৎ ১০টা ৪০ মিনিটে উভয় স্টেশন থেকে ছাড়বে।

শিয়ালদহ থেকে সেক্টর ৫-র প্রথম মেট্র ছাড়বে ৬টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ৫ থেকে প্রথম মেট্রো ছাড়বে ৭টা ৫ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen