আগামী ৫ বছরে ভারতে বিপুল বিনিয়োগ করতে চলেছে জাপান

২০২১ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হন কিশিদা।

March 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী ৫ বছরে ভারতে বিপুল বিনিয়োগ করবে জাপান। ইতিমধ্যে ৩টি চুক্তি এবং তিনটি মউ স্বাক্ষরিত হল দু’দেশের মধ্যে। শনিবার বিবৃতি দিয়ে এমনটাই জানালেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। পাশাপাশি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং চিনা আগ্রাসন নিয়েও দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যেও আলোচনা হয়।

জাপানে প্রধানমন্ত্রী পদে বসার পর ফুমিয়া কিশিদার এটাই প্রথম ভারত সফর। উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে এদিন বিকেল ৩.৪০ মিনিটে দিল্লিতে পৌঁছন জাপানের প্রধানমন্ত্রী। রাজধানীর হায়দরাবাদ হাউজে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন তাঁরা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “ভারতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়েছে জাপান। আগামী ৫ বছরে ৩ লক্ষ ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তারা।” এর মধ্যে বুলেট ট্রেনের খাতেও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। কিশিদা জানিয়েছেন, ভারতে বৈদ্যুতিন গাড়ি তৈরি করবে জাপানের সংস্থাগুলি। উল্লেখ্য, শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১৪ সালে ভারতে ৩ লক্ষ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছিলেন।

এদিন বিবৃতি জারি করে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, দুই দেশের প্রধানের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাইবার, পরিকাঠামো, উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির মতো বিষয়গুলিতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন দু’দেশের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনটি মউও স্বাক্ষরিত হয়েছে।

২০২১ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হন কিশিদা। সেই সময়ই মোদি তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। আগামিদিনে দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কূটনৈতিক দিকে আরও মজবুত করার ব্যাপারে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দুই রাষ্ট্রনেতাই। অবশেষে মুখোমুখি হলেন তাঁরা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen