চব্বিশে বাংলায় কেমন করবে পদ্ম? Jarvis-র রিপোর্টে চাঞ্চল্য!

অমিত শাহের সভা ফ্লপ, গীতা পাঠেও ভরেনি ব্রিগেড। এমতাবস্থায় শোনা যাচ্ছে বেসরকারি ভোট-কুশলী সংস্থার রিপোর্টে শঙ্কিত বঙ্গ বিজেপি

December 27, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অমিত শাহের সভা ফ্লপ, গীতা পাঠেও ভরেনি ব্রিগেড। এমতাবস্থায় শোনা যাচ্ছে বেসরকারি ভোট-কুশলী সংস্থার রিপোর্টে শঙ্কিত বঙ্গ বিজেপি। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মুম্বইকেন্দ্রীক ভোট-কুশলী সংস্থা জার্ভিস টেকনোলোজি অ্যান্ড কন্সালটিং প্রাইভেটে লিমিটেড-র রিপোর্ট নাকি বলছে বাংলায় বিজেপি পাঁচটি আসন জেতার মতো জায়গায় নেই।

বঙ্গ বিজেপির লাগাতার কোন্দলের জেরে বিজেপি রীতিমতো চাপে। ২৪’র আগে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী দু’জনের ওপর থেকেই ভরসা হারিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। শোনা যাচ্ছে, দিল্লির নেতারা বঙ্গ বিজেপির নির্বাচনী ব্যাটন তুলে দিয়েছেন Jarvis-র হাতে। কলকাতা-সহ জেলায় জেলায় সংস্থাটি কাজ শুরুও করে দিয়েছে বলেও খবর। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সংস্থাটি নাকি শাহ-নাড্ডার হাতে সমীক্ষার রিপোর্ট তুলে দিয়েছে। সেই রিপোর্ট হাতে পেতেই নাকি তড়িঘড়ি করে বাংলায় ছুটে এসেছেন শাহ-নাড্ডা। বিজেপির অন্দরের খবর, জার্ভিস-র রিপোর্টে নাকি দাবি করা হয়েছে; ২৪-র ভোটে বাংলায় বিজেপি ৫টি আসনও পাওয়ার জায়গায় নেই।

শাহ বাংলায় ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। পরে দলের সমীক্ষা এবং সঙ্ঘের রিপোর্টে উঠে আসে, অর্ধেক আসনে লড়াই করার মতো জায়গাতেই নেই বিজেপি। বাংলাজুড়ে সমীক্ষা চালিয়ে স্পষ্ট জানিয়েছে জার্ভিস, বাংলায় ৫টি আসনও জয়ের অবস্থায় নেই বিজেপি। কানাঘুষোয় শোনা যাচ্ছে, রিপোর্টে বাংলায় বিজেপির দুর্দশার জন্য বেশ কিছু কারণ তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বাংলার সরকারের আর্থসামাজিক প্রকল্পগুলির জন্য, রাজ্যের ৬ কোটি মানুষ উপকৃত হয়েছেন। তাঁরা কোনওভাবেই চান না সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাক। পরিস্থিতি আরও খারাপ হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার ঘটনায়। বাংলার মানুষ বিজেপির চরম ক্ষুব্ধ হয়ে রয়েছেন। পাশাপাশি সংগঠন অত্যন্ত দুর্বল, তাও নাকি রিপোর্টে তুলে ধরা হয়েছে। জার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে দৃষ্টিভঙ্গি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen